মাঝে মধ্যেই কি কানে কম শুনছেন, ফোনে ফুল ভলিউড-এও সমস্যা, সাবধান
- FB
- TW
- Linkdin
কানে হেডফোন না হলে চলে না। এমন স্বভাবের রয়েছে অনেকেই। প্রতিদিন ঘুম থেকে ওঠা আর ঘুমতে যাওয়া, এর মাঝের সময়টাতে হেডফোন চাই।
এমন সমস্যাতে যাঁরা ভুগছেন, তারা যে শরীরের আরও অনেক সমস্যাই ডেকে আনেন তা হয়তো তারা নিজেরাও জানেন না।
যার মধ্যে একটি অন্যতম সমস্যা হল কানে কম শোনা। কয়েকদিন থেকেই কানে কম শুনছেন! বা মাথাটা কেমন ঝিম ধরে রয়েছে!
এর একটাই কারণ তা হল হেডফোনের অতিরিক্ত ব্যবহার। বেশি জোরে আওয়াজ শুনে শুনে সেটাই বর্তমানে অভ্যাসে দাঁড়িয়েছে।
যার ফলে আস্তে বলা কথা বা শব্দ কানে এখন আর ঢোকে না। এতেই সমস্যা শুরু হয়। একটা সময় আসে যখন হেডফোনের সর্বোচ্চ আওয়াজেই শুনতে হয়, নয়তো তা আস্তে মনে হয়।
আপনি যখন এই পর্যায় পৌঁচ্ছে যাচ্ছেন, তখনই সতর্ক হওয়া প্রয়োজন। নয়তো একটা সময়ের পর ক্রমেই শ্রবণ শক্তি বিকল হতে থাকবে। যা পরবর্তীতে আপনার বধির হওয়ার কারণও হতে পারে।
অনেকে আছেন যারা মনোসংযোগ করতে হেডফোন লাগিয়ে থাকেন, তাঁদের উচিৎ লো ভলিউমে কোনও মিউডিক শোনা।
কখনই দু বা তিন ঘণ্টার বেশি দিনে হেডফোন ব্যবহার কার উচিৎ নয়। বিশেষ করে রাতে শোওয়ার সময়। নয়তো তা সারা রাত কানে বাজতে থাকে, এবং অনেকেই সেই অবস্থাতেই ঘুমিয়ে পড়েন।