- Home
- India News
- সুশান্ত সিং রাজপুত ইস্যুতে শরিকদের সমালোচনার জবাব, নীতিশ কুমারের প্রতি আস্থা রাখলেন প্রধানমন্ত্রী
সুশান্ত সিং রাজপুত ইস্যুতে শরিকদের সমালোচনার জবাব, নীতিশ কুমারের প্রতি আস্থা রাখলেন প্রধানমন্ত্রী
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ওপরই আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের আগেই তিনি জানিয়েছেন নতুন ভারত আর বিহার গঠনে রীতিমত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন নীতিশ কুমার। ন্যাশানাল ডেমোক্র্যাটিভ অ্যালায়েন্সের মুখও যে নীতিশ কুমার রবিবার তা আবারও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সুশান্ত সিং রাজপুত ইস্যুতে ঘরে বাইরে রীতিমত সমালোচনার মুখে পড়তে হয়েছিল নীতিশ কুমারকে। বিজেপি স্থানীয় নেতাদের পাশাপাশি রামবিশাল পাসোয়ানও নীতিশের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছিলেন।
- FB
- TW
- Linkdin
বিহার নির্বাচনে বিজেপি ও তার সহযোগী দলগুলি জনতা দল ইউনাইটেড নেতা নীতিশ কুমারের নেতত্বে লড়াই করবে। রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠকে স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন দীর্ঘদিন ধরেই অনুন্নয়নের বেড়াজালে আবদ্ধ ছিল বিহার। নতুন বিহার গঠনে নীতিশ কুমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেন নীতিশ কুমারের এই ভূমিকা নতুন ভারত গঠনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেছেন দীর্ঘদিন ধরেই অনুন্নয়নের বেড়াজালে আবদ্ধ ছিল বিহার। নতুন বিহার গঠনে নীতিশ কুমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেন নীতিশ কুমারের এই ভূমিকা নতুন ভারত গঠনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিহার নির্বাচনের আগেই এনডিএ অন্তর কলহ ধীরে ধীরে প্রকট হচ্ছিল। নীতিক কুমারের সমালোচনায় সরব হয়েছিলেন রামবিলাশ পাশওয়ান। একই সঙ্গে বিহারের অনেক বিজেপি নেতাও নীতিশের বিরুদ্ধে সরব হচ্ছে।
নীতিশের সমালোচনায় উঠেছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রসঙ্গও। কারণ বলা হয়েছিল প্রতিশ্রুতিশীল অভিনেতার মৃত্যুর পরেও মুখ্যমন্ত্রীর তরফ থেকে তদন্তের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এদিন প্রধানমন্ত্রী নীতিশ কুমারের ওপর আস্থা জানিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন।
বিজেপিও একটি অংশ নীতিশ কুমারের বিরোধিতা করতে শুরু করেছিল। দলের নেতারা চেয়েছিল প্রধানমন্ত্রী নীতিশের বুরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষপ করুক।
তবে এদিন প্রধানমন্ত্রী নীতিশ কুমারের ওপর আস্থা রেখে বলেন কেন্দ্রের পূর্ণ সমর্থন রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর। পাশাপাশি তিনি বলেছেন এই লড়াই মূলত বিহারের উন্নয়েনের জন্য
প্রধানমন্ত্রী বলেন বিহারের প্রতিটি ক্ষেত্র উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আর সেই উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন নীতিশ কুমার।
পাঁচ বারের মুখ্যমন্ত্রী পোড় খাওয়া রাজনৈতিক নীতিশ কুমার ২০১৭ল সালে কংগ্রেস আর লালু প্রসাদের সঙ্গ ত্যাগ করে বিজেপির হাত ধরেছিলেন। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত সম্পর্কে চিড় ধরাতে দেননি।