- Home
- India News
- লাল ফৌজকে সীমান্তে সায়েস্তা করতে ভারতীয় সেনার ভরসা 'ঘাতক' প্ল্যাটুন, জানুন এই কম্যান্ডোদের বিশেষত্ব
লাল ফৌজকে সীমান্তে সায়েস্তা করতে ভারতীয় সেনার ভরসা 'ঘাতক' প্ল্যাটুন, জানুন এই কম্যান্ডোদের বিশেষত্ব
- FB
- TW
- Linkdin
গত ১৫ জুন পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আগে তিব্বতের স্থানীয় ক্লাবগুলি থেকে মার্শাল আর্ট প্রশিক্ষকদের সেনাবাহিনীতে নিয়োগ করেছিল চিন। সূত্রের খবর, চিনা সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সম্প্রতি তিব্বতে পাঠানো হয়েছে আরও প্রায় ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে। চিনের এই কৌশল সামনে আসতেই সীমান্তে পাল্টা 'ঘাতক' কম্যান্ডোদের মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী।
সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই কম্যান্ডোবাহিনী। শারীরিক ক্ষমতা আরও বাড়াতে কড়া প্রশিক্ষণ দেওয়া হয় 'ঘাতক' কম্যান্ডোদের।
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই বাহিনীকে কর্নাটকের বেলগামে ৪৩ দিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়।
শারীরিক ক্ষমতা আরও বাড়াতে কড়া প্রশিক্ষণ দেওয়া হয় ঘটক কমান্ডোদের। সেইসঙ্গে কমান্ডোদের প্রশিক্ষণের সময় ৩৫ কিলোগ্রাম ওজন নিয়ে টানা ৪০ কিলোমিটার ছুটতে হয়।
অস্ত্র প্রশিক্ষণ ছাড়াও ঘটক কম্যান্ডোদের 'হাতাহাতি লড়াই'-এর প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়া মার্শাল আর্টে দক্ষ হন ঘাতক কম্যান্ডোরা।
মরুভূমি ও দুর্গম এলাকার জন্য আলাদা প্রশিক্ষণ দেওয়া হয় তাঁদের।
ঘাতক কম্যান্ডোদের একটি ইউনিটে একজন অফিসার ও একজন জেসিও সহ ২২ জন কম্যান্ডো থাকেন।
পাশাপাশি ঠিক একইরকমভাবে আরেকটি দল রিজার্ভে প্রস্তুত থাকে। ফলে সবমিলিয়ে একটি ইউনিটে ৪০ থেকে ৪৫ জন ঘাতক কম্যান্ডো থাকেন।