- Home
- India News
- মহামারির কালো ছায়া, অক্টোবরের পর আবার ভারতে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ
মহামারির কালো ছায়া, অক্টোবরের পর আবার ভারতে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ
রীতিমত রেকর্ড তৈরি করল করোনাভাইরাসেরের দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য় মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৬ হাজারের বেশি। যা ২০২১ সালে সবথেকে বেশি বলেও মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রবিবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার।
- FB
- TW
- Linkdin
সোমবার ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৯৫১। যা ২০২১ সালে সবথেকে বেশি বলেও স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার আক্রান্তের দৈনিক সংখ্যা ছিল প্রায় ৪৩ হাজার। গত চার দিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
পাঁচ রাজ্যের ভোটের আগে অশনি সংকেত দেশে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত চার দিন ধরেই এই ছবি সামনে আসছে। যা রীতিমত উদ্বেগ বাড়িছে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের।
জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে টিকাকর্মসূচি। মার্চ মাস থেকে দ্বিতীয় পর্যায়ের টিকা কর্মসূচিও শুরু হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী এপর্যন্ত ৪ কোটিরও বেশি মানুষ টিকা পেয়েছেন।
এবার এক নজরে দেখে নিন বাংলার করোনা চিত্র।
ইন্ডিয়ার কাউন্সির অব মেডিক্যাল রিসার্চ বা ICMR-এর পক্ষ থেকে জানান হয়েছে, কোভিড ১৯ এর জন্য এখনও পর্যন্ত ২৩, ৪৪, ৪৫, ৭৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যারমধ্যে শুধুবারই আট লক্ষের বেশি করোনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী নভেম্বরের পর এই প্রথম আক্রান্তের সংখ্যা ৪৫ হাজারের গণ্ডি পার করল। কারণ শীতকালে আক্রান্তের পরিমাণ অনেকটাই কমেছিল। যা স্বস্তি দিয়েছিল চিকিৎসকদের। গত চার দিন ধরেই আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের গণ্ডি পার করছে বলেও জানিয়েছে মন্ত্রক।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত এক সপ্তাহ ধরে করোনাভাইরাস মামলা তীব্রতার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে মহারাষ্ট্র দিল্লিসহ ভারতের আটটি রাজ্যে।
রবিবার পর্যন্ত করোনা ভাইরাসেরে আক্রান্তের ৭৭.৭ শতাংশ মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাত ও মধ্যপ্রদেশে সীমাবদ্ধ ছিল।
রবিবার পর্যন্ত করোনা ভাইরাসেরে আক্রান্তের ৭৭.৭ শতাংশ মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাত ও মধ্যপ্রদেশে সীমাবদ্ধ ছিল।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত রাজ্যগুলির ক্রমতালিকায় থাকা প্রথম পাঁচটি রাজ্য হল -- মহারাষ্ট্র, পঞ্জাব, কেরল, কর্ণাটক, গুজরাত,