স্তব্ধ বাণিজ্য নগরীর জনজীবন, করোনা আতঙ্কে স্ত্রস্ত মুম্বইবাসী, দেখুন তারই ছবি
করোনা আতঙ্কে ত্রস্ত মুম্বই। ফাঁকা ট্রেন, মেট্রোরেল। রাস্তঘাটে লোক নেই বললেই চলে। প্রয়োজনে যাঁরা ঘর থেকে বার হচ্ছেন তাঁরাও চূড়ান্ত সচেতনতা অবলম্বন করেছেন। এখনও মুম্বইতে করোনায় আক্রান্ত হয়ে মুম্বইতে মৃত্যু হয়েছে এক জনের। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৭। দেশের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি অফিস। দফায় দফায় বৈঠকে বসেছে উদ্ধব করোনা মোকাবিলায় যুদ্ধের প্রস্তুতি বাণিজ্য নগরীতে।
110

ধুধু করছে মুম্বইয়ের সমুদ্র সৈকত। নেই কোনও মানুষ।
210
ছুটিতে গেছে বাণিজ্য নগরী। অবসর কাটছে ক্রিকেট খেলে।
310
ভিড়ে ঠাসা মুম্বইয়ের লোকাল ট্রেনও ছুটির মেজাজে।
410
খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বার হতে নারাজ মুম্বইবাসী।
510
ফাঁকা মুম্বই মেট্রোও। নেই তেমন যাত্রীর দেখা।
610
করোনার আতঙ্কে দেবতার ঘরও বন্ধ। বন্ধ মন্দিরের দরজা।
710
করোনার জীবানু মুক্ত করার কাজ চলছে মসজিদে।
810
ব্যস্ত বাণিজ্য নগরী প্রায় ঝিমিয়ে রয়েছে করোনার আতঙ্কে।
910
বাণিজ্য নগরীর বিলাশবহুল জীবনও স্তব্ধ করোনার আতঙ্কে।
1010
পর্যটকের অপেক্ষায় দিন গুনছে আরব সাগরের নীল জল।
Latest Videos