- Home
- India News
- আক্রান্তের সংখ্যা দিল্লিতে ছাড়াল ৩৪ হাজারের গণ্ডি, আনলক একে ফের তালা পড়ল জামা মসজিদের গেটে
আক্রান্তের সংখ্যা দিল্লিতে ছাড়াল ৩৪ হাজারের গণ্ডি, আনলক একে ফের তালা পড়ল জামা মসজিদের গেটে
আনলক ওয়ানে জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা চলছে। তার মধ্যেই দেশজুড়ে উর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভয়াবহভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে জাতীয় রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমেই প্রশাসনের কপালে চিন্তার ভাজকে শক্ত করছে। দেশের রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই মাধেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়াতে পারে। দিল্লি বাড়তে থাকা করোনা পরিস্থিতির দিকে নজর রেখে তাই আগামী ৩০ জুন পর্যন্ত ঐতিহাসির জামা মসজিদে নামাজ পড়ায় ধর্মীয় রীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
- FB
- TW
- Linkdin
দীর্ঘ লকডাউনের পর সম্প্রতি আনলক ১ চালু হয়েছে দেশে। দীর্ঘদিন দেশের সমস্ত মন্দির, মসজিদ, ধর্মীয় উপাসনা স্থল বন্ধ ছিল। তবে আনলক ১ গত ৮ জুন থেকে সমস্ত ধর্মীয় স্থান খোলার অনুমতি দেওয়া হয়েছে।
সরাকারি নির্দেশ মেনেই খুলেছিল দিল্লির ঐতিহাসিক জামা মসজিদের দরজা। তবে দেশের রাজধানীতে বাড়তে থাকা করোনা পরিস্থিতি নজরে রেখে এবার ফের তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মসজিদ কর্তৃপক্ষ।
আগামী ৩০ জুন পর্যন্ত সাধারণের জন্য বন্ধ রাখা হবে মসজিদের দরজা। জানিয়েছেন জামা মসজিদের ইমাম সৈয়দ আহমদ বুখারী।
গত মঙ্গলবার দিল্লির সফদরজং হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বুখারির সেক্রেটারি আমানুল্লাহর। এই অবস্থায় দেশের সমস্ত বড়-ছোট মসজিদ কর্তৃপক্ষকে মসজিদ বন্ধ রাখার আবেদন জানিয়েছেন ইমাম বুখরি।
এদিকে বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়েছে রাজধানী। গত ২৪ ঘণ্টায় সংক্রমমের শিকার হয়েছেন ১,৮৭৭ জন।
জাতীয় রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা দিল্লিতে হাজার ছাড়িয়েছে।
বর্তমানে দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০,৮৭১। সুস্থ হয়েছেন ১২,৭৩১ জন।
আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর পরেই রয়েছে দেশের রাজধানী।
এদিকে করোনা আক্রান্তের সংখ্যায় ভারত ইতিমধ্যে ব্রিটেনকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ দেশ হয়ে গিয়েছে। গত ৭ দিনে দেশের মধ্যে ৭টি রাজ্যে সবচেয়ে বেশি ছড়িয়েছে সংক্রমণ।
সংক্রমণ ছড়ানো রাজ্যগুলির মধ্যে দিল্লি ছাড়াও রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরপ্রদেশ।