- Home
- India News
- হিন্দু পঞ্জিকা মতে মোদীর হাতেই রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন , আমন্ত্রিত থাকবেন সব মুখ্যমন্ত্রীরা
হিন্দু পঞ্জিকা মতে মোদীর হাতেই রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন , আমন্ত্রিত থাকবেন সব মুখ্যমন্ত্রীরা
- FB
- TW
- Linkdin
এবার রীতিমত কাউন্টডাউন শুরু হয়ে গেছে কাঙ্খিত রাম মন্দির নির্মানের। বুধবার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ গিরি জানিয়েছেন আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান হবে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাতেই এই শুভকাজ সম্পন্ন হবে। দেড়শো থেকে দুশো জন অতিথি উপস্থিত থাকবেন।
মন্দিরের ভিত্ত প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানান হবে বলেও জানান হয়েছে।
মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানান হয়েছে তিন দিন ধরে চলবে ভূমিপুজোর অনুষ্ঠান। বৈদিক প্রথায় অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে ৩ মার্চ।
মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হনুমান ঘড়ি ও রাম মন্দিরে গিয়ে প্রার্থনা করবেন।
বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীকেও এই অনুষ্ঠানে আহ্বান জানান হয়েছে। উপস্থিত থাকবেন বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বও। কামেশ্বর চৌপানা জানিয়েছেন আদবানীর পাশাপাশী মুরলীমোনহর যোশী ও উমা ভারতীকেও আমন্ত্রণ জানান হয়েছে।
ট্রাস্টের পক্ষ থেকে জানান হয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারেই ভূমি পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি পুজোর সবথেকে শুভ সময় হয় ৫ অগাস্ট দুপুর ১২টা ১৫ মিনিট। তিথি নক্ষত্র বিচার করেই এই সময় নির্বাচন করা হয়েছে বলেও জানান হয়েছে।
বৈদিক নিয়ম অনুযায়ী গণেশের পুজো দিয়েই শুরু হবে ভূমি পুজো। হিন্দু শাস্ত্রমত সমস্ত শুভ কাজই গণেশ পুজোর পর শুরু হয়। পুরোহিতরা রামচর্য পুজো করবেন। শেষদিন ৫ অগাস্ট ভূমি পুজো অনুষ্ঠিত হবে। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
বারানসী ও অযোধ্যা থেকে ১১ জন পুরোহিতের একটি দল পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন। প্রধানমন্ত্রীর সংসদীয় কেন্দ্র বারানসীর পুরহিতদের ওপরই গুরুদায়িত্ব থাকবে বলে সূত্রের খবর।
অনুষ্ঠানের দিন প্রায় ২ ঘণ্টা প্রধানমন্ত্রী মন্দির শহরে থাকতে পারেন।