- Home
- India News
- রাম মন্দিরের শিলান্যাস করে মোদী টানলেন স্বাধীনতা আন্দোলনের কথা, বললেন সরযূর তীরে হল স্বর্ণযুগের সূচনা
রাম মন্দিরের শিলান্যাস করে মোদী টানলেন স্বাধীনতা আন্দোলনের কথা, বললেন সরযূর তীরে হল স্বর্ণযুগের সূচনা
- FB
- TW
- Linkdin
২৯ বছর পরে অযোধ্যায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বেলা সাড়ে এগারোটা নাগাদ অযোধ্যায় পৌঁছান প্রধানমন্ত্রী।
সাকেত কলেজের মাঠে তাঁকে স্বাগত জানালেন যোগী আদিত্যনাথ।
এখান থেকে হনুমানগড়ি মন্দিরে পৌঁছান তিনি। এখানে তাঁকে রুপোর মুকুট ও বস্ত্র উপহার দেওয়া হয়। মন্দিরের প্রধান পুরোহিত রাজু দাস সেই পাগড়ি মোদীর মাথায় পড়িয়ে দেন।
মন্দিরে দেবতার উদ্দেশ্যে আরতি করেন তিনি। সেখানে ১০ মিনিট থাকার পর রাম জন্মভূমির উদ্দেশ্যে রওনা দেন মোদী।
গণেশ দেবতার পূজার মাধ্যমে রাম মন্দিরের ভূমিপুজার অনুষ্ঠানের সূচনা করেন মোদী।
৪০ মিনিট ধরে পুজো ও যজ্ঞ করার পর ৪০ কেজি রুপোর ইট দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
রুপোর বেলচা দিয়ে অযোধ্যায় জন্মভূমিতে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়টি ইঁট সেখানে রাখা হয়েছিল। ১৯৮৯ সালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল ওই ইঁটগুলি।
রাম মন্দিরের জন্য মোট ২ লক্ষ ৭৫ হাজার ইঁট পাঠিয়েছে ভক্তরা। যার মধ্যে 'জয় শ্রী রাম' খোদাই করা ইঁট বাছাই করা হয়েছে।
বেলা ১২ টা ৫১ মিনিট নাগাদ পুজো সম্পন্ন হলে পায়ে হেঁটে মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।
এদিন রাম মন্দিরের ছবি দেওয়া একটি ডাক টিকিটও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন সরযূ নদীর তীরে স্বর্ণযুগের সূচনা হল।
প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‘বহু দিনের প্রতীক্ষা শেষ। এত দিন তাঁবুতে মাথা গুঁজে ছিলেন রামলালা। এ বার তাঁর জন্য সুবিশাল মন্দির নির্মিত হবে। বহু শতক ধরে যে ভাঙা-গড়ার খেলা চলে আসছে, আজ রামজন্মভূমি তা থেকে মুক্ত হল।’’
প্রধানমন্ত্রী মোদী মন্দিরের ভিত্তি খনন করতে রূপোর শাবল এর ব্যবহার করেছেন। এই সময়ে, ভিত্তি ইটের উপর সিমেন্ট দেওয়ার জন্য সিলভার ট্রেরও ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী মোদী।
স্বাধীনতা আন্দোলনে সারা দেশ যোগ দিয়েছিল। রামমন্দিরের জন্যও অনেকে বলিদান দিয়েছেন। আজ তাঁদের প্রতীক্ষা শেষ হল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, ‘রামের জয়ধ্বনি সারা বিশ্বে শোনা যাচ্ছে। শুধু দেশবাসী নয় সারা পৃথিবীর ভারতবাসী শুনতে পাচ্ছেন। সরযূ নদীর তীরে এক স্বর্ণযুগের সূচনা হল। আজ গোটা ভারতই রামময়, রোমাঞ্চিত।’