- Home
- India News
- সবুজ রঙের নবরত্ন খচিত পোশাকে সাজলেন রামলালা, তৈরি হয়েছে পছন্দের লক্ষাধিক ‘রঘুপতি লাড্ডু’
সবুজ রঙের নবরত্ন খচিত পোশাকে সাজলেন রামলালা, তৈরি হয়েছে পছন্দের লক্ষাধিক ‘রঘুপতি লাড্ডু’
- FB
- TW
- Linkdin
বুধবার রামলালাকে সাধারণত সবুজ রঙের পোশাক পরানো হয়। কিন্তু ভূমিপুজোর মতো বিশেষ দিনেও কী ওই একই পোশাক পরবেন তিনি। কাই এদিন রামলালাকে দুই রঙের পোশাক পরানো হল। সবুজের ওপর গেরুয়া রঙের কাজ করা পোশাকে সাজলেন রামলালা।
রঙিন পোশাকের পাশাপাশি বিশেষ নবরত্নে সেজেছেন রামলালা। সোনার সুতো দিয়ে গাঁথা হয়েছে সব রত্ন।
শঙ্করলাল এবং ভগবৎ লাল পাহাড়ি নামে দুই দর্জি রামলালার পোশাক তৈরি করেছেন। বংশ পরম্পরায় তারাই রামলালার পোশাক তৈরি করেন।
ভক্তরা বলেন, রামলালার খুবই পছন্দের খাবার হল লাড্ডু। আর সেই লাড্ডু তৈরি নিয়েই প্রায় মহাযজ্ঞ হচ্ছে অযোধ্যায়। তৈরি হচ্ছে এক লক্ষ ২৫ হাজার ‘রঘুপতি লাড্ডু’।
খাঁটি গাওয়া ঘি দিয়ে তৈরি এই লাড্ডুর কেশর আনা হয়েছে কাশ্মীর থেকে। কেরল থেকে এলাচ এবং অস্ট্রেলিয়ার একটি কোম্পানি থেকে এসেছে লাড্ডুর বেসন।
লাড্ডু বানানোর জন্য বিশেষ কারিগর আনা হয়েছে তিরুপতি থেকে। দিনরাত এক করে চলছে লাড্ডু বানানোর কাজ। উদ্যোক্তাদের দাবি, দেশের মধ্যে সবচেয়ে সুস্বাদু লাড্ডু এটিই, যা তৈরি করা হচ্ছে রামমন্দিরের ভূমিপুজোর জন্য।
অযোধ্যার অমভ মন্দিরে তৈরি হচ্ছে সেই লাড্ডু। দেশ ও বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে রামলালার এই প্রসাদ।