- Home
- India News
- কৃষকদের ট্র্যাক্টর মিছিল 'অস্বস্তি' বাড়াবে দেশের, দিল্লির পুলিশের আবেদনে কী বলল সুপ্রিম কোর্ট
কৃষকদের ট্র্যাক্টর মিছিল 'অস্বস্তি' বাড়াবে দেশের, দিল্লির পুলিশের আবেদনে কী বলল সুপ্রিম কোর্ট
- FB
- TW
- Linkdin
৪৯ দিন ধরে তিনটি কৃষি আইনের প্রতিবাদে দিল্লির উপকণ্ঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। তিনটি আইন প্রত্যাহার করা না হলে আগামী সাধারণতন্ত্র দিবসে রাজধানী রাজপথে ট্র্যাক্টর মিছিল করবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারী অন্নদাতারা।
আন্দোলনকারীদের এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে আন্দোলনকারীদের এই সিদ্ধান্ত সাধারণতন্ত্র দিবস বা ২৬ জানুয়ারি কৃষকরা যদি দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করে তাহলে তা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে এজাতীয় সমস্যা গোটা দেশের কাছে অস্বস্তিকরও হতে পারে।
দিল্লির সীমানায় চলা কৃষক আন্দোলন নিয়ে আগেই আবেদন জানিয়েছিল দিল্লি পুলিশ। তারই সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নতুন আবেদন।
নতুন আবেদনে বলা হয়েছে প্রতিবাদের অধিকার থাকতেই পারে। কিন্তু তা কখনই জাতিকে অস্বস্তিতে ফেলতে পারে না। ২৬ জানুয়ারি বা সাধারণতন্ত্র দিবসের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেই দিন বেশকিছু অনুষ্ঠানও হয়।
কিন্তু সেই অনুষ্ঠানে বাধা তৈরি করতে পারে এমন কোনও কিছু করা ঠিক বলেও আবেদনে বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ওই দিন আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকেও গুরুত্ব দিতে হবে সাধারণ মানুষকে।
এর পরই সুপ্রিম কোর্ট সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন ট্র্যাক্টর মিছিল বন্ধ করার জন্য কৃষক নেতাদের কাছে নোটিশ পাঠিয়েছে।
গত ৭ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সঙ্গে শেষবারের মত বেঠকে বসেছিল আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি। সেই বৈঠকে কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। বৈঠক থেকে বেরিয়ে এসেই কৃষকনেতারা জানিয়েছিলেন আইন প্রত্যাহার করা না হলে তাঁরা ঘরে ফিরবেন না।