- Home
- World News
- International News
- কোনও সমালোচনায় কান দিল না চিন, চালু করে দিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম Hydropower Dam
কোনও সমালোচনায় কান দিল না চিন, চালু করে দিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম Hydropower Dam
বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধের প্রথম দুটি উৎপাদনকারী ইউনিট চালু করেছে। চিনের শি জিংপিং সরকার সোমবার অনুষ্ঠানিকভাবে দুটি ইউনিট চালু করার কথা ঘোষণা করেছে। চিনের কমিউনিস্ট পার্টি শতবর্ষ অনুষ্ঠান আগামী সপ্তাহে শুরু হবে। তার আগেই তড়ঘড়ি প্রকল্পটির সূচনা করা হয়।
| Published : Jun 28 2021, 04:15 PM IST
- FB
- TW
- Linkdin
ছবি সৌজন্যে সিটিজি (CTG)
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ বাঁদের প্রথম দুটি ইউনিট সোমবার চালু করা হয়েছে- সোমবার তেমনই ঘোষণা করেছে চিনের শি জিংপিং সরকার।
এই বাঁধটির উচ্চতা প্রায় ২০০ মিটার। বৈহেতাল বাঁধ থেকে এক মিলিয়ন মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলেও জানান হয়েছে প্রশাসনের তরফ থেকে। ২০০৩ সালের থ্রি গর্জেস বাঁধের পর এটি দ্বিতীয় বৃহত্তম বাঁধ।
দুটি বাঁধই রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা থ্রি জর্জেস গ্রুপ তৈরি হয়েছে। এই সংস্থাটি মূলত জলবিদ্যুৎ, সৌর আর বায়ু থেকে শক্তি উৎপাদনে বিনিয়োগ করে।
দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের নিংনান কাউন্টিতে বাইহেতান বাঁধ- নিয়ে প্রথম থেকে একাধিক বিতর্ক রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন দৈত্যাকার এই বাঁধ নির্মাণের কারণে নদীর বাস্তুতন্ত্রের প্রবল ক্ষতি হবে। পাশাপাশি নদীকে কেন্দ্রকরে যাঁরা জীবিকা নির্বহ করেন তাঁরাও কাজ হারাবেন।
তবে চিন সরকারের যুক্তি ছিল পরিবেশ বান্ধব শক্তি তৈরি করা হবে এই জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। জীবাশ্ম জ্বালানীর চাহিদা রোধ করতেই চিন সরকার এই প্রচেষ্টা গ্রহণ করেছিল বলেও দাবি করা হয়েছে। সরকার থেকে জানান হয়েছে জিনশা নদীর ওপর এই বাইহেতান বাঁধ দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
শুধু চিনের বাসিন্দারাই নয়, বিশ্বে বেশ কয়েকটি দেশ চিনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিল। কিন্তু সেসব কিছু উপেক্ষা করে চিনা নেতারা কয়লার উপর নির্ভরতা কমাতে আর গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা রোধ করার লক্ষ্যে এই বাঁধ তৈরি করেছেন বলেও জানিয়েছিল।
এই বাঁধ থেকে তৈরি বিদ্যুৎ সাংহাই আর অন্যান্য পূর্বাঞ্চলীয় শহরগুলিতে সরবরাহ করা হবে।
চিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে হাইড্রো প্রজেক্টটি পুরোপুরি চালু হয়ে গেলে ২০ মিলিয়ন কয়লা পোড়ানোর প্রয়োজনীয়তা দূর হবূে। চিনের কমিউনিস্ট পার্টি শতবর্ষ উজ্জাপন শুরুর আগেই এই প্রকল্প চালু করা হল।