'ডান্স মহামারি'-র কথা শুনেছেন কখনও, আক্রান্তরা এত বেশি নাচে যে শেষে তাদের মৃত্যু হয়
First Published Dec 16, 2020, 6:50 PM IST
গোটা বিশ্ব এখন করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়তে লড়তে নাজেহাল। প্রতিদিন বহু মানুষের প্রাণ যাচ্ছে কোভিডের কারণে। তবে মহামারি মানব সভ্যতায় এই প্রথম নয়। এরও আগে বহু মহামারির মোকাবিলা করতে হয়েছে বিশ্ববাসীকে। তারমধ্যেই একটি ভারী অদ্ভূত মহামারি ছিল 'ডান্স এপিডেমিক' বা নৃত্য মহামারি। অবিশ্বাস্য হলে সত্যি, হল যে, এই মহামারী রোগে আক্রান্ত মানুষ পাগলের মতো নাচতে শুরু করতেবন। আর নাচতে নাচতেই প্রাণ যেত তাদের।

৫০০ বছর আগে এসেছিল 'নৃত্য মহামারি'
প্রায় ৫০০ বছর আগে এই মহামারী ছড়িয়ে পড়েছিল ফ্রান্স-এ। রোমান সাম্রাজ্যের অধীনে থাকা ফরাসি শহর স্টারসবুর্গে, নয় নয় করে কয়েক হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে আক্রান্তের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। রোগীরা যতক্ষণ না তাদের প্রাণ চলে যেত, ততক্ষণ নেচেই যেতেন।

শুরু হয়েছিল এক মহিলার থেকে
১৫১৮ সালে এক ফরাসি মহিলা প্রথম এই রোগে আক্রান্ত হয়েছিলেন। হঠাতই মাঝরাস্তায় ফ্রো ট্রফে নামে এক মহিলা নাচতে শুরু করেছিলেন। পথচলতি মানুষ, প্রথমে বিষয়টা স্বাভাবিকভাবেই নিলেও অল্প সময়ের মধ্যেই বুঝতে পেরেছিলেন ওই মহিলার নাচের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন