সিএসকে তারকার বোন এই সুপার হট অ্যান্ড সেক্সি মডেল, নেশা ধরাবে তার ছবির অ্যালবাম
- FB
- TW
- Linkdin
২০১৮ আইপিএলে প্রথমবার শিরোনামে আসেন সিএসকে তারকা দীপক চাহারের বোন মালতী। তাকে প্রায়শই সিএসকের ম্যাচে মাঠে দেখা যেত।
চেন্নাইয়ের সুপার কিংসের সাফল্যে উচ্ছ্বসিত হতেন মালতী চাহার, ব্যর্থতায় পেতেন দুঃখ। তার সৌন্দর্য নজর এড়ায়নি সোশ্যাল মিডিয়ায়। মিস্ট্রি গার্ল হয়ে ওঠেন তিনি।
এরপরই তারছবি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ছড়িয়ে পড়ে ও সেলিব্রেটি হয়ে উঠেছিলেন তিনি। নেটিজেনরা তার অ্যাকাউন্ট সার্চ করতে থাকেন দিনভর।
যদিও নিজের পেসাগত কারণে আগে থেকেই সেলিব্রেটি ছিলেন মালতী চাহার। তিনি একজন মডেল ও অভিনেত্রী। যথেষ্ট নামও রয়েছে সিএসকে তারকার বোনের।
সোশ্য়াল মিডিয়াতে নিজের ভাইয়ের থেকেও বেশি সক্রিয় মালতী চাহার। আকাশছোয়া তার ফ্যান ফলোয়িং। প্রায় সাড়ে চার লক্ষের মতো ফলোয়ার্স রয়েছে তার।
২০১৪ সালে মালতী চাহার এফবিবি ফেমিনা মিস ইন্ডিয়া দিল্লিতে সেকেন্ড রানার্স আপ হয়েছিলেন। মালতীর নাচ, ছবি আঁকা ও অ্যাডভেঞ্চার স্পোর্টস খুবই পছন্দ করেন।
মালতীর এক একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। তার হট অ্যান্ড সেক্সি লুকের ছবি সকলকে পাগল করে তোলে।
নিজের ভাই দীপক সাহারের সঙ্গেও সম্পর্ক খুবই ভালো মালতী চাহারের। ক্রিকেট খুব পছন্দ করার কারণে সময় পেলেই ভাইয়ের খেলা দেখতে যান তিনি।
দীপক চাহারের সঙ্গে মালতী চাহারের এই ছবিটি নেট দুনিয়ায় খুবই ভাইরাল হয়েছিল। যেখানে মালতীয় দীপক চাহারকে রাখী পড়াচ্ছিলেন।
মালতী তার অপর ভাই রাহুল চাহরকেও খুবই ভালোবাসেন। রাহুল চাহরও মুম্বই ইন্ডিয়ান্স দলের নিয়মিত ক্রিকেটার। সুযোগ পেয়েছেন ভারতীয় দলেও।
২০১২ সালে দাপক চাহার প্রথম রাজস্থান রয়্যালস দলে ছিলেন কিন্তু সুযোগ পাননি। তারপর ২০১৬ ও ২০১৭ সালে রাইসিং পুণে সুপার জায়েন্টের হয়ে খেলেছেন চাহার। ২০১৮ থেকে সিএসকের হয়ে খেলছেন তিনি।
২০১২ সালে দাপক চাহার প্রথম রাজস্থান রয়্যালস দলে ছিলেন কিন্তু সুযোগ পাননি। তারপর ২০১৬ ও ২০১৭ সালে রাইসিং পুণে সুপার জায়েন্টের হয়ে খেলেছেন চাহার। ২০১৮ থেকে সিএসকের হয়ে খেলছেন তিনি।
এবার ভাইয়ের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন মালতী চাহার। দুই ভাই ও তাদের দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্য কামনা করেছেন হট অ্যান্ড বোল্ড মালতী চাহার।