- Home
- Sports
- Cricket
- ছোট পোষাকে পুরো ঘাম ছুটিয়ে দেন, কেকেআর তারকার স্ত্রীর রূপে হার মানবে নায়িকারা, দেখুন ছবি
ছোট পোষাকে পুরো ঘাম ছুটিয়ে দেন, কেকেআর তারকার স্ত্রীর রূপে হার মানবে নায়িকারা, দেখুন ছবি
- FB
- TW
- Linkdin
কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার নীতীশ রানা গত বছর তার বান্ধবী সাচি মারওয়াহাকে বিয়ে করেছেন।
সাচি পেশায় একজন ইন্টেরিয়ার ডিজাইনার। তিনি নিজেই একটি ডিজাইনার স্টুডিও চালান।
নীতিশ রানাকে দেখে বোঝাই যায় তিনি একটু শান্ত প্রকৃতির। তবে সাচি সম্পূর্ উল্টো প্রকৃতির। তবে দুজনেই বিন্দাস লাইফ কাটান।
সাচি নিজেই বলেছেন তিনি পার্টি করতে ও লোকেদের সঙ্গে বন্ধুত্ব করতে খুব পছন্দ করেন। রানাকে লাজুক বলেও আখ্যা দিয়েছেন সাচি।
সাচিকে বেশিরভাগই আইপিএল ম্যাচ চলাকালীন নীতীশ এবং তাঁর দলকে চিয়ার করতে দেখা গেছে। ক্রিকেট পছন্দও করেন সাচি।
সাচি দেখতে খুবই খুবই সুন্দরী, সেক্সি ও হট। এক একটি ছবিতে তাকে কোনও বলিউড অভিনেত্রীর চেয়ে কম সুন্দরী মনে হয় না।
সাচি নিজের বিকিনি পরিহিত ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বিদেশে সুইমিং পুল থেকে উঠে আসা বিকিনি পরিহিত সাচির এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলেছিল। সকলেই খু পছন্দ করেছিল।
সাচি মারওয়া এও জানিয়াছেন যে নীতিশের সঙ্গে তার শোবার ঘরেও মারামারি হয় এবং মাঝে মাঝে আমরা একটা ছোট বালিশের জন্য লড়াই করি।
তবে লড়াই, ঝগড়া, মারামারি যাই হোক না কেন, সকলে আমাদের সম্পর্কের এই রসায়ন খুব পছন্দ করে বলে জানিয়েছেন সাচি।
নিজেদের কাটানো একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নীতিশ রানা ও সাচি মারহাওয়া। যা খুবই রোমান্টিক।