- Home
- Sports
- Cricket
- পঞ্জাব বনাম রাজস্থানের মেগা ফাইট, কোন তারাকারা হতে পারে গেম চেঞ্জার, জেনে নিন এক ঝলকে
পঞ্জাব বনাম রাজস্থানের মেগা ফাইট, কোন তারাকারা হতে পারে গেম চেঞ্জার, জেনে নিন এক ঝলকে
- FB
- TW
- Linkdin
কেএল রাহুল-
এবারের আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। সর্বোচ্চ রান স্কোরারের তালিকাতেও শীর্ষে রয়েছেন পঞ্জাব অধিনায়র কেএল রাহুল। পঞ্জাবের একাধিক ম্যাচে পঞ্জাবের জয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। আজও রাজস্থানের বিরুদ্ধে রাহুলের ব্যাটের উপরও ভরসা রাখছে পঞ্জাব সমর্থকরা।
নিকোলাস পুরান-
পঞ্জাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচে রান করলেও, ধারবাহিকতার অভাবে ভুগছেন ক্যারেবিয়ান তারকা নিকোলাস পুরান। তবে বেশ কয়েকটি ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিং দেখিয়েছেন তিনি। আজ রাজস্থানের বিরুদ্ধে বড় রান করতে মরিয়া পুরান।
ক্রিস গেইল-
এবারের আইপিএলে গেইল প্রথম এগারোয় জায়গা পাওয়ার পর থেকেই ভাগ্যের চাকা ঘুরেছে কিংস ইলেভেন পঞ্জাবের। দলের লাকি ম্যান হয়ে উঠেছেন ইউনিভার্সল বস। কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচে ২৯ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। আজ ফের গেইল ঝড় দেখার অপেক্ষায় সকলে।
মহম্মদ শামি-
পঞ্জাব দলের বোলিং অ্যাটাকের সেরা অস্ত্র হলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি। এবারের আইপিএলে ফর্মেও রয়েছেন তিনি। দলকে প্রয়োজনের সময় উইকেটও এনে দিচ্ছেন। কেকেআরের বিরুদ্ধেও ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আজও রাজস্থানের বিরুদ্ধে সামির জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন পঞ্জাব টিম ম্যানেজমেন্ট।
রবি বিষ্ণোই-
এবারের আইপিএলে ডেবিউ করেই নজর কেড়েছেন পঞ্জাবের তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই। প্রতি ম্যাচে দলকে উইকেট দিয়েছেন তিনি। কেকেআরের বিরুদ্ধেও পেয়েছিলেন দুই উইকেট। আজও বিষ্ণোইয়ের স্পিনের ভেলকি দেখতে চাইছেন সকলে।
ক্রিস জর্ডান-
বল হাতে কিংস ইলেভেন পঞ্জাবকে ভরসা দিচ্ছেন ক্রিস জর্ডানও। শেষ কয়েকটি ম্যাচে খুব ভাল বোলিং করেছেন তিনি। কলকাতার বিরুদ্ধে ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আজও আগুবনে বোলিং করতে চাইছেন তিনি।
বেন স্টোকস-
মুম্বইের বিরুদ্ধে নিজের বিধ্বংসী ফর্মে ফিরেছেন ব্রিটিস তারকা বেন স্টোকস। সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন জয়। আজকের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে নিজের বিধ্বংসী ফর্ম ধরে রাখতে চাইছেন বেন স্টোকস।
স্টিভ স্মিথ-
দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি স্টিভ স্মিথের ব্যাটিংও রাজস্থান রয়্যালস সমর্থকদের আশা-ভরসা। প্রথম দুই ম্য়াচে দুরন্ত ব্যাটিংয়ের পর আর বড় রান পাচ্ছিলেন না তিনি। তবে ফের রানে ফিরেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। আজ রাজস্থানের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া স্মিথ।
জস বাটলার-
জস বাটলারের ফর্ম নিয়ে চিন্তায় ছিল রাজস্থান রয়্য়ালস শিবির। তবে ধীরে ধীরে ছন্দে ফিরেছেন তিনি। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া জস বাটলার।
সঞ্জু স্যামসন-
প্রথম দুই ম্যাচে বড় রান করার পর সিরিজে ব্যাটে রানের খরা দেখা দিয়েছিল সঞ্জু স্যামসনের। মুম্বইয়ের বিরুদ্ধে ৩১ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি।। সঞ্জু ফর্মে ফেরায় স্বস্তি ফিরেছে রাজস্থান শিবিরে। আজও বড় রান করতে মরিয়া সঞ্জু স্যামসন।
রাহুল তেওয়াটিয়া-
এবারের আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার বলা হচ্ছে রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে। ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করছেন তিনি। পঞ্জাব ও সানরাইজার্সের বিরুদ্ধে তেওয়াটিয়ার অনবদ্য ইনিংসের সৌজন্যেই জয় পেয়েছিল রয়্যালসরা। আজ ফের রাজস্থানের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন তিনি।
জোফ্রা আর্চার-
রাজস্থান রয়্যালস বোলিং অ্যাটাকের সেরা ভরসা তিনি। দুরন্ত ছন্দেও রয়েছে জোফ্রা। প্রতি ম্য়াচে দলকে উইকেট এনে দিচ্ছেন ইংল্যান্ডের তারকা পেসার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও নিয়েছিলেন ২টি উইকেট। বোলিংয়ের পাশাপাশি শেষে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে সক্ষম তিনি।