গরমে শুষ্ক ত্বকে ব্যবহার করুন ঘরে তৈরি ফেসপ্যাক, রইল ১০টি প্যাকের হদিশ
গরম মানে ত্বকের হাজারও সমস্যা। এই সময় তেলতেলে ভাব ও ব্রণর সমস্যায় নাজেহাল থাকেন অনেকে। এই সমস্যা নয় তৈলাক্ত ত্বকের। গরমে শুষ্ক ত্বক হয়ে ওঠে আরও শুষ্ক। আবার এই সময় কোনও মতেই গাঢ় ময়েশ্চার লাগানো যায় না। তাহলে দেখা দেবে ব্রণ। সব মিলিয়ে পুরো গরমে দেখা দেয় নানা রকম সমস্যা। গরমে শুষ্ক ত্বকের যত্ন নিতে রইল কয়টি ঘরোয়া টোটকার হদিশ। গরম কালে শুষ্ক ত্বকে ব্যবহার করতে পারেন এই কয়টি ঘরোয়া প্যাক। জেনে নিন কী কী প্যাক শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত।
| Published : Apr 08 2022, 03:03 PM IST
- FB
- TW
- Linkdin
লাগাতে পারেন পেঁপের প্যাক। প্রথমে পেঁপে খোসা ছাড়ি সেদ্ধ করে নিন। এবার ঠান্ডা করে সেই পেঁপে সেদ্ধর সঙ্গে মেশা মধু। দিতে পারেন সমপরিমাণ দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। এই প্যাক শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত। গরমে পেঁপের এই প্যাক ব্যবহার করতে পারেন।
দইয়ের প্যাক শুষ্ক ত্বকের জন্য বেশ উপযুক্ত। একটি পাত্রে দই নিয়ে তার সঙ্গে মধু মেশান। ভালো করে ফেটিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। এই প্যাক শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত। গরমে দই এই প্যাক ব্যবহার করতে পারেন। এটি ত্বকের শুষ্ক ভাব দূর করে।
চন্দন গুঁড়ো ও গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে চন্দন গুঁড়ো নিয়ে তার সঙ্গে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। এই প্যাক শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত। গরমে চন্দনের এই প্যাক ব্যবহার করতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে।
ওটস ও শসার রস দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে ওটস গুঁড়ো করে নিন। অন্যদিকে, শসা ব্লেন্ড করে রস বের করে নিন। এবার ওটস ও শসার রস ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। এই প্যাক শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত। গরমে ওটস ও শসার এই প্যাক ব্যবহার করতে পারেন।
আমন্ড ও গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে আমন্ড গুঁড়ো করে নিন। তার সঙ্গে মেশান গোলাপ জল। এবার ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। প্যাকটি একদিকে যেমন ত্বকের রুক্ষ্ম ভাব দূর করবে তেমনই ত্বকের যে কোনও সংক্রমণ দূর হবে।
ময়দা ও লেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। শুষ্ক ত্বকের জন্য বেশ উপযুক্ত এই প্যাক। অয়েলি স্কিনেও এই প্যাক লাগাতে পারেন। একটি পাত্রে ময়দা নিয়ে তাতে মেশান লেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। চাইলে ময়দার বদলে ব্যবহার করতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে।
গোলাপ ফুল ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। গোলাপ ফুলের কয়েকটা পাপড়ি বেটে নিন। তার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে। শুষ্ক ত্বকের জন্য বেশ উপযুক্ত এই ফেসপ্যাক। হলুদ ও গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে হলুদ বেটে নিন। তার সঙ্গে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। এই প্যাক শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত। গরমে হলুদ এই প্যাক ব্যবহার করতে পারেন।
হলুদ ও গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে হলুদ বেটে নিন। তার সঙ্গে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। এই প্যাক শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত। গরমে হলুদ এই প্যাক ব্যবহার করতে পারেন।
দই ও লেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। শুষ্ক ত্বকের ট্যান দূর করতে বেশ উপকারী এই প্যাক। একটি পাত্রে ১ টেবিল চামচ টক দই নিন। তাতে মেশান পাতিলেবুর রস। ভালো কমে মিশিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকের জন্য বেশ উপযুক্ত এই প্যাক।
মুলতানি মাটি, চন্দন গুঁড়ো ও টমেটো দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে মুলতানি মাটি, চন্দন গুঁড়ো নিয়ে ভালো করে মেশান। তারপর টমেটো কেটে জেল বের করে নিন। এই জেল চন্দনের মিশ্রণে মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মুখে লাগান। ২০ মিনিট লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।