- Home
- Lifestyle
- Lifestyle Tips
- ১৪৮ বছর পর শনি জয়ন্তীতে 'বলয়গ্রাস সূর্যগ্রহণ', কখন- কোথায় দেখা যাবে 'রিং অফ ফায়ার'
১৪৮ বছর পর শনি জয়ন্তীতে 'বলয়গ্রাস সূর্যগ্রহণ', কখন- কোথায় দেখা যাবে 'রিং অফ ফায়ার'
১০ জুন অর্থাৎ আগামীকাল ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ। পঞ্জিকা মতে, একই দিন রয়েছে শনি জয়ন্তী। সূর্য এবং শনির মহাজাগতিক যুগলবন্দি ঘটতে চলেছে একই দিনে। এই বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। বিভিন্ন প্রান্ত থেকেই দেখা যাবে বিরল রিং অফ ফায়ার। মহাজাগতিক দৃশ্যটি কখন,কোথায় দেখা যাবে, জেনে নিন বিস্তারিত।
- FB
- TW
- Linkdin
২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ ১০ জুন অর্থাৎ আগামীকাল । সাধারণ মানুষই শুধু নয়, বছরের প্রথম সূর্যগ্রহণ নিয়ে কৌতুহলী হয়েছেন জ্যোতিষবিদেরাও। প্রথম সূর্যগ্রহণ নিয়ে সারা বিশ্ব জুড়েই তুমুল আলোচনা শুরু হয়ে গেছে।
আগামীকালই এই সূর্যগ্রহনের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। বিশেষজ্ঞরাএই গ্রহণকে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলেছেন।
আগামীকালই এই সূর্যগ্রহনের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। বিশেষজ্ঞরাএই গ্রহণকে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলেছেন।
এই বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। বিভিন্ন প্রান্ত থেকেই দেখা যাবে বিরল রিং অফ ফায়ার।
বার্ষিক সূর্যগ্রহণে চাঁদের ছায়ায় সূর্যের ৯০ শতাংশ ঢাকা পড়ে যাবে।সূর্যের চারিদিকে তৈরি হবে একটি আগুনের বলয়।
উত্তর-পূর্ব ভারত ও জম্মু-কাশ্মীরের সামান্য অংশ থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। সেই কারণেই গোটা দেশ তা দেখতে পাবে না।
ভারতে সূর্যাস্তের আগে অরুণাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশে মাত্র কয়েক মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে। এছাড়া ভারতের আর কোনও জায়গা থেকে দেখা যাবে না এই বলয়গ্রাস গ্রহণ।
অরুণাচলের দিবাং অভয়ারণ্য এলাকা থেকে বিকেল ৫.৫২ নাগাদ এই বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে এবং লাদাখে ৬.১৫ মিনিটে দেখা যাবে এই গ্রহণ।
উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ায় দেখা যাবে এই গ্রহণ। ভারতীয় সময় বেলা ১১.৪২ মিনিটে শুরু হবে আংশিক গ্রহণ এবং শেষ হবে সন্ধ্যা ৬.৪১ মিনিটে।
বলয়গ্রাস গ্রহণ শুরু হবে ৩.৩০ মিনিটে তা চলবে ৪.৫২ মিনিট পর্যন্ত। বলয় গ্রাস দেখা যাবে বিকেল ৪.১১ মিনিট পর্যন্ত। শেষ হবে সন্ধ্যা৬.৪১ মিনিটে।
বৃষ রাশি ও মৃগশিরা নক্ষত্রপুঞ্জে ঘটবে এই গ্রহণ। ১৪৮ বছর পর শনি জয়ন্তীতে ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ।
এর আগে ১৮৭৩ সালের ২৬ মে শেষবার শনি জয়ন্তীতে এই সূর্যগ্রহণ হয়েছিল। তারপর ১৪৮ বছর পর হতে চলেছে এই সূর্যগ্রহণ।