- Home
- Lifestyle
- Lifestyle Tips
- শীত শুরুর আগেই ঠোঁট ফাটার সমস্যা, অব্যর্থ ঘরোয়া টোটকায় মুক্তি পান এই সমস্যা থেকে
শীত শুরুর আগেই ঠোঁট ফাটার সমস্যা, অব্যর্থ ঘরোয়া টোটকায় মুক্তি পান এই সমস্যা থেকে
- FB
- TW
- Linkdin
ঠোঁট ফাটা থাকলে কখনোই তার উপর ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন না। কারন ম্যাট লিপস্টিক ঠোঁটকে আরও শুষ্ক করে তোলে। তাই এই মরশুমে চেষ্টা করুন গ্লসি লিপস্টিক ব্যবহার করার।
ঠোঁট ফাটা থাকলে কিছু খেতে গেলেও জ্বালা করতে থাকে। তাই এই সমস্যা শুরু হওয়ার আগে থেকেই সতর্ক হন। ঠোঁট সুস্থ ও আকর্ষণীয় রাখতে যত্ন নিন মরশুম বদলের এই সময় থেকেই।
এই দিনে ঠোঁট খুব দ্রুত রুক্ষ হয়ে যায়, তাই প্রচুর পরিমানে জল পান করুন। সেই সঙ্গে রোদে বেরনোর আগে ত্বকের মত ঠোঁটেও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
ঠোঁটের যত্ন নিতে নরম কাপড় দিয়ে মাঝে মধ্যেই নরম তোয়ালে দিয়ে ঠোঁট ঘষে নিন। এতে ঠোঁটের নোংরা-সহ ডেড সেল পরিষ্কার হয়ে যাবে।
রাতে শুতে যাওয়ার আগে আমন্ড অয়েল দিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন কিছুক্ষণ। পরদিন সকালে পরিষ্কার করে নিন। এতে ঠোঁট নরম ও সুন্দর থাকে।
এই সময়ে ঠোঁটের চামড়া উঠলেও কখনোই তা টেনে তুলবেন না বা দাঁত দিয়ে কাটবেন না। এতে ঠোঁট ফাটার সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে।
ঠোঁটের যত্ন নিতে পাতিলেবুর রস ও চিনি দিয়ে ঠোঁটে হালকা করে স্ত্রাব করুন। এতে ঠোঁটের ডেড সেল উঠে যাবে। এরপর লিপবাম বা ওলিভ বা নারকেল তেল লাগিয়ে রাখতে পারেন।