কম ঘুম মানেই ইনসোমনিয়া নয়, থাকতে পারে অন্য সমস্যাও
- FB
- TW
- Linkdin
যদি প্রচ্ছন্ন অবসাদ কাজ করে তবে তা থেকেই কম ঘুমের সমস্যা দেখা দিতে পারে।
স্ট্রেস থাকলে যেমন ঘুমের ব্যাঘাত ঘটে তেমন অবসাদেও কিন্তু ভালভাবে ঘুম আসে না।
তাই দেখতে হবে যে, অবসাদের বাকি লক্ষণগুলো রয়েছে কিনা। যেমন,
১) আগের যেই জিনিসগুলো ভালো লাগতো তা এখন আর ভাল লাগে না।
২) মন সব সময় খারাপ হয়ে থাকে।
৩) মাঝে মধ্য়েই কান্না পায়।
৪) খিদে কমে যায় বা খুব বেড়ে যায়-ইত্যাদি।
তবে স্ট্রেস থাকলেও ঘুমের ব্য়াঘাত ঘটতে পারে। অফিসের চাপ বাড়ি বয়ে আনলে স্ট্রেস অবধারিত।
অনেক সময়ে অন্য় দুশ্চিন্তাও অবচেতনে কাজ করতে থাকে, আর তার থেকেই রাতে ঘুমের ব্য়াঘাত ঘটে।
তাই স্ট্রেস বা টেনশন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। প্রয়োজনে প্রাণায়াম করুন। তা সত্ত্বেও যদি ঘুম না-আসে, তাহলে একজন মনোবিদের পরামর্শ নিন।
ঘুমের জন্য় একটা প্রস্তুতি দরকার, একটা উন্নত পরিবেশের দরকার। যেমন ঘরের বড় আলোটা নিভিয়ে দেওয়া। সেই সঙ্গে হয়তো-বা পছন্দের কোনও গান বা নাটক শোনা।
মোবাইলের স্ক্রিন থেকে চোখ একেবারে সরিয়ে নিতে হবে। ঘুম আসছে না দেখে আপনি রাত জেগে মোবাইল ঘাটলেন, তাতে করে ঘুম আরও কমে যাবে।
তাই রাতে শোওয়ার সময়ে ফোনের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। প্রয়োজনে ফোন শোওয়ার ঘরেই রাখবেন না।