মানব সভ্যতার এ এক ঐতিহাসিক দিন, জানুন কেন পালিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস
First Published Dec 3, 2020, 5:29 PM IST
প্রতি বছর ৩ ডিসেম্বরক পালিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল থেকে এই দিনটি বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিনটির সূচনা। প্রতিবন্ধকতা মানেই জীবনের শেষ নয়। এমন বহু মানুষ নজির গড়েছেন প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে বাস্তবের মুখোমুখি হয়েছেন। এই বিশেষ দিন তাঁদের সম্মান জানানোর। তাঁদের দেখেই আরও বহু মানুষ অনুপ্রানিত হবেন।

১৯৫৮ খ্রিস্টাব্দের মার্চ মাসে বেলজিয়ামে এক সাংঘাতিক খনি দুর্ঘটনায় বহু মানুষ মারা যান। আহত পাঁচ সহস্রাধিক ব্যক্তি চিরজীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়েন। তাদের পাশে দাঁড়ানোর জন্য বেশ কিছু সামাজিক সংস্থা চিকিৎসা ও তাঁদের পুনর্বাসনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

এর পরের বছর বিশ্বের বহু সংগঠন সম্মিলিত ভাবে আন্তর্দেশীয় স্তরে এক বিশাল সম্মেলন করেন। সেখান থেকেই প্রতিবন্ধকতা সম্পর্কে বিস্তারিত সব তথ্যের হদিশ পাওয়া যায়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন