- Home
- Lifestyle
- Lifestyle Tips
- চামচ দিয়ে খেতে স্বাচ্ছন্দ্য, হাত দিয়ে খাওয়ার উপকারিতা জানলে বদলে ফেলবেন স্বভাব
চামচ দিয়ে খেতে স্বাচ্ছন্দ্য, হাত দিয়ে খাওয়ার উপকারিতা জানলে বদলে ফেলবেন স্বভাব
ভারতীয় সংস্কৃতি অনুযায়ী প্রাচীন কাল থেকেই হাত দিয়ে খাওয়ায় অভ্যাস রয়েছে। তবে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে মানুষের হাতে উঠে এসেছে চামচ। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে অনেকে হাতের বদলে চামচ দিয়ে খাওয়াই বেশি পছন্দ করেন। তবে জানলে অবাক হবেন চামচের বদলে হাত দিয়ে খাওয়ার উপকারিতা রয়েছে অনেক গুণ বেশি। এমনকা পশ্চিমী দেশগুলোর অনেক রেস্তোরাঁতে এখন আবার হাত দিয়ে খাওয়াকেই বেশি উৎসাহিত করা হচ্ছে। জেনে নিন হাত দিয়ে খাওয়ার উপকারিতা কি কি-
- FB
- TW
- Linkdin
উপকারী ব্যাকটিরিয়া
আমাদের হাতে এমন অনেক উপকারী ব্যাকটিরিয়া রয়েছে যা বেশ কিছু ক্ষতিকারক অনুজীবীদের থেকে আমাদের রক্ষা করে। আর হাত দিয়ে খাবার খেলে, সেই উপকারী ব্যাকটিরিয়াগুলি আমাদের খাদ্যনালীতে প্রবেশ করে। খুব সহজেই খাবার হজমে সাহায্যে করে এই ব্যাকটিরিয়াগুলি। তবে খাওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে তবেই খাওয়া উচিৎ।
বেশির ভাগ সময়ই দেখা যায় যাঁরা চামচ দিয়ে খান। তারা অনেক সময় খাবারের দিকে মনযোগ না দিয়েই খেতে থাকেন। তবে হাত দিয়ে খেলে তা হয় না। খাবার হাতে নেওয়ার সময় প্রতিবার খাবারের দিকে তাকাতেই হয়। বিশেষজ্ঞদের মতে, ঠিক এই কারনেই মন দিয়ে খেলে হজমও ভাল হয়।
খাবার দেখে অনেক সময় বোঝা যায় না খাবার গরম না ঠান্ডা। এক্ষেত্রে চামচ ব্যবহার করলে অনেক সময়ই গরম খাবার এর ফলে জিভ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাত দিয়ে খেলে এই সম্ভাবনা থেকে রেহাই পাওয়াই যায়। জিভের তুলনায় আঙুলের ত্বক অনেক পুরু হওয়ায় ক্ষতির পরিমাণ কম হয়।
ডায়াবেটিস প্রতিরোধ
ক্লিনিক্যাল নিউট্রিশন জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তেরা খুব তাড়াতাড়ি খান। এই বিষয়ে সমীক্ষা করে দেখা গিয়েছে, যাঁরা চামচ ব্যবহার করেন তারাও তুলনামূলকভাবে খুব তাড়াতাড়ি খান। ফলে অসুস্থ্য হওয়ার সম্ভাবনাও তাঁদের বেশি থাকে। এছাড়া মনে করা হয় তাড়াতাড়ি খেলে হজমের সঙ্গে রক্তে শর্করার মাত্রারও তারতম্য ঘটে। তাই এই ধরনের রোগীদের হাত দিয়ে খাওয়াই উচিৎ।
খাওয়া নিয়ন্ত্রণ
বিশেষজ্ঞদের মতে, যারা চামচ দিয়ে খান, বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা খুব তাড়াতাড়ি খান। তাদের খাবারের পরিমাণ অনেক বেশি হয়। তবে হাত দিয়ে খেলে অতিরিক্ত খাওয়ারের উপর নিয়ন্ত্রণ রাখা যায়।
হজম
আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ত্বক একটি ইন্দ্রিয়। হাতের আঙ্গুলের ডগায় অনেক স্নায়ু থাকে, যা স্পর্শের ফলে কোনও বস্তু তা বুঝতে সাহায্য করে। তাই আমরা যখন হাত দিয়ে খাবার খাই মস্তিষ্ক পাকস্থলির কাজ শুরু করার জন্য বার্তা পাঠায়। আর এর ফলে খাবার পাকস্থলিতে যাওয়ার আগেই পাকস্থলির কাজ শুরু হয়ে যায়। এই পক্রিয়ার ফলে খাবার হজমে সাহায্য করে।