- Home
- Lifestyle
- Lifestyle Tips
- নববর্ষে বাড়িকে দিন বাঙালিয়ানার ছোঁয়া, ঘরের ভোল বদলে রইল বিশেষ টিপস, জেনে নিন কী কী
নববর্ষে বাড়িকে দিন বাঙালিয়ানার ছোঁয়া, ঘরের ভোল বদলে রইল বিশেষ টিপস, জেনে নিন কী কী
- FB
- TW
- Linkdin
বসার ঘরে রাখুন বাঙালিয়ানার ছোঁয়া। উৎসবটি যেহেতু বাঙালি নববর্ষ সে কারণে বাড়িতে থাক এমন ছোঁয়া। সারা বছরই তো নানা রকম পেইন্টিং কিংবা বিদেশী শো পিস দিয়ে ঘর সাজান। এবার ঘরে রাখুন মাটির শো পিশ। আর দেওয়ালে লাগান হাত পাখা। দেওয়ালে লাগানোর জন্য বিভিন্ন মাপের হাতপাখা কিনতে পাওয়া যায়। ঘরের মাপ বুঝে কিনে নিন।
নববর্ষের দিন বাড়ির মেঝেকে সাজাতে ভুলবেন না। বাড়ির মেঝেতে আলপনা আঁকুন। সময়ের অভাব হবে, আজকাল আলপনার স্টিকারও কিনতে পাওয়া যায়। তা কিনতে পারেন। বাড়িতে ঠাকুর ঘর থাকলে, ঠাকুর ঘরের সামনে এমন আলপনা আঁকতে ভুলবেন না যেন। এতে ঘরের লুক পুরো বদলে যাবে। নববর্ষের আগের দিন বা সেদিন সকালে সেড়ে ফেলুন এই কাজ।
সবুজ গাছ দিয়ে ঘর সাজাতে পারেন। এই সকল গাছ বাড়িকে একটা আলাদা লুক দেবে। রাখতে পারেন লাকি বাম্বু। রাখতে পারেন মানি প্ল্যান্ট। এই সকল গাছ রাখা বাস্তু মতেও ভালো। ফলে ঘরের সজ্জার সঙ্গে ঘরে ইতিবাচক এনার্জিও তৈরি হবে। তাছাড়া, গরমে গাছ রাখলে ঘর ঠান্ডা থাকে। তাই আর দেরি না করে ঠিক করে নিন কোন গাছ রাখবেন আপনার বাড়িতে।
মাটি, বাঁশ, বেতের জিনিস দিয়ে ঘর সাজান। নববর্ষে বাড়িকে বাঙালিয়ানা লুক মাটি, বাঁশ ও বেতের তৈরি জিনিস কিনতে পারেন। মাটির ফুলদানি, বেতের চামচের সেট কিংবা বেতের চেয়ার রাখতে পারেন। এমনকী, বাঁশের তৈরি নানা রকম জিনিস পাওয়া যায়। চাইলে বাঁশের তৈরি প্লেট, চামচের মতো জিনিস কিনতে পারেন।
মাটির মোমবাতি ও বাঁশের গ্লাস স্ট্যান্ড কিংবা শো পিশ কিনতে পারেন। বসার ঘর কিংবা শোওয়ার ঘরেও রাখতে পারেন এমন জিনিস। ঘর সাজাতে মোমবাতি কিংবা বাঁশের শো পিশ পাওয়া যায়। এগুলো দিয়ে নববর্ষে ঘর সাজাতে পারেন। একেবারে নতুন লুক আসবে আপনার ঘরের। ছোট ছোট জিনিসের বদলে ঘরের ভোল বদল হয়।
ঘরে নতুন লুক আনতে বিশেষ গুরুত্ব দিতে হবে বিছানার চাদরে। শোওয়ার ঘরে রঙিন চাদর পাতুন। এমন কোনও ডিজাইনের চাদর কিনবেন, তা যেন রঙিন হয়। বাউলের ডিজাইন, ফুলের নকশা, আলপনা ডিজাইনে মতো নকশা বেছে নিন। তবে, কোনও কার্টুন কিংবা পুতুল ডিজাইনের নকশার চাদর পয়লা বৈশাখে না পাতাই ভালো।
হতেই পারে নববর্ষে বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাহলে বাড়ি সাজাতে মেঝে থেকে সিলিং নজর দিতে হবে সর্বত্র। দেওয়াল ও সিলিং সাজাতে ভুলবেন নানা। আলপান আঁকা কাগজ ব্যবহার করে সাজিতে তুলুন বাড়ির এই দুই স্থান। নববর্ষে মেকওভার করতে এই টিপস মেনে চলা খুবই প্রয়োজন। অনেকেরই বাড়িতে ফলস সিলিং থাকে। তারাও এই ডেকরেশন করতে ভুলবেন না।
কুশন কভার, টেবিল ক্লথে রঙের ছোঁয়া আনুন। বাড়ির ভোল বদল করলে নজর দিতে হবে সর্বত্র। খাটে যেমন পাতবেন নতুন ডিজাইনের চাদর, তেমনই কুশন কভার, টেবিল ক্লথ বদল করতে ভুলবেন না। নববর্ষের কথা মাথায় রেখে কুশন কভার, টেবিল ক্লথের নকশা বেছে নেবেন।
নববর্ষে গৃহসজ্জায় অবশ্যই থাক ফুলের ব্যবহার। এই বিশেষ দিনে বাড়িতে ফুলদানি রাখতে ভুলবেন না যেন। ফুল দিয়ে সাজিয়ে তুলুন বাড়ি। বসার ঘরে ফুলদানিতে যেমন রাখবেন সুগন্ধী ফুল, তেমনই শোওয়ার ঘরও সাজান ফুল দিয়ে। এদিন, কাঠান চাপা, বকুল, রজনী গন্ধা, দোলন চাপা দিয়ে যেমন ঘর সাজাতে পারেন তেমনই রাখতে পারেন গোলাপ কিংবা অর্কিট।
এবছর নববর্ষে ঘর সাজান এই টোটকা মেনে। এগুলো দিয়ে ঘর সাজালে ঘরের ভোল বদল হতে বাধ্য। নজর দিন খুঁটিনাটি বিষয়ে। নজরে যেমন থাকবে বিছানার চাদর ও কুশনের ডিজাইনে, তেমনই খেয়াল রাখবেন সিলিং, মেঝে এবং দেওলা সজ্জার দিকে।