ক্রপটপ পরলেই উঁকি মারছে কোমরের 'স্ট্রেচ মার্কস', অব্যর্থ ঘরোয়া টোটকায় গায়েব হবে ফাটা দাগ
First Published Jan 12, 2021, 2:54 PM IST
মোটা থেকে রোগা কিংবা রোগা থেকে মোটা হলে সবার আগে যে সমস্যাটা শরীরে দেখা যায়, তা হল স্ট্রেচ মার্কস। বিশেষত, বয়ঃসন্ধিকালে এবং প্রেগনেন্সিতেও এই দাগ শরীরের নানা জায়গায় লক্ষ্য করা যায়। বিশেষ করে তলপেটে, কোমরে, বুকে, পায়ে এই দাগ লক্ষ্য করা যায়। ওবেসিটির কারণেও এই দাগ দেখা যায়। হাল ফ্যাশনে জামাকাপড় পরতে গেলেই মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই দাগ। বিশেষ করে ক্রপটপ পরলেই পেটে কিংবা কোমরে উঁকি মারে এই বিশ্রী ফাটা দাগ। কীভাবে দূর করবেন এই স্ট্রেচ মার্কস, রইল অব্যর্থ ঘরোয়া টোটকা।

আমন্ড অয়েল
স্ট্রেচ মার্কস কমাতে আমন্ড অয়েল ভীষণ উপকারি। আমন্ড অয়েলের উপকারিতা অনেক। অন্তঃসত্ত্বা হওয়ার শুরু থেকেই স্ট্রেচ মার্কস দেখা দিলে সেই জায়গায় আমন্ড অয়েল দিলে ম্যাসাজ করলে সেই দাগ কমে যায়।

লেবুর রস
অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ লেবুর রস মৃত কোষ তুলে নতুন কোষ গঠন করতে সাহায্য করে। স্ট্রেচ মার্কসের দাগ তুলতেও জুড়ি মেলা ভার লেবুর রসের।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন