- Home
- Lifestyle
- Lifestyle Tips
- চুলের যত্ন নিতে হাতিয়ার করুন ভেষজ উপাদান, এই টোটকায় সমাধান হবে চুলের সমস্যা
চুলের যত্ন নিতে হাতিয়ার করুন ভেষজ উপাদান, এই টোটকায় সমাধান হবে চুলের সমস্যা
- FB
- TW
- Linkdin
চুলের যত্ন (Hair Care) নিতে ব্যবহার করতে পারেন জবা ফুল। কয়েকটি জবা ফুল নিয়ে বেটে নিন। এই জবা ফুল বাটা স্ক্যাল্পে লাগান। অথবা তৈরি করতে পারেন জবা ফুলের তেল। কড়াইয়ে তেল ফুটিয়ে নিন। তাতে কয়েকটা জবা ফুল দিয়ে ফুটিয়ে নিন। এই তেল ঠান্ডা করে পাত্রে ছেঁকে নিয়ে তা একটি পাত্রে ঢেলে রাখুন।
রোজমেরি ফুল (Rosemary Flower) চুলের জন্য বেশ উপকারী। অনেকেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন চুলের যত্ন নিতে। চুলের বৃদ্ধির জন্য রোজমেরি বেশ উপকারী। প্যানে ১ কাপ জল গরম করুন। এতে মেশান রোজমেরি ফুল। জল অর্ধেক হয়ে এলে গ্যাস বন্ধ করুন। ঠান্ডা করুন। এই জল দিয়ে মাথার ত্বক ধুয়ে ফেলুন।
গোলাপ ফুলের (Rose) জন্য বেশ উপকারী। এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে। গোলাপ ফুলের পাপড়ি বেটে নিন। তার সঙ্গে বেসন মেশান। সামান্য জল মেশাতে পারে। এই পেস্ট মাথায় লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। এতে খুশকির সমস্যা যেমন দূর হবে, তেমনই চুলের কোকড়ানো ভাব দূর হবে।
তুলসী পাতা (Tusli Leaf) লাগাতে পারেন চুলে। এতে নিমেষে দূর হবে চুল পড়ার সমস্যা। বেশ কয়টি তুলসী পাতা নিয়ে বেটে নিন। এবার তা স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। বানাতে পারে তুলসী পাত্র তেল। একটি কৌটোতে হেয়ার অয়েলের সঙ্গে ১ চা চামচ তুলসী পাতার গুঁড়ো মিশিয়ে রাখুন। তেলেটি ১ সপ্তাহ রেখে দিন। তারপর ব্যবহার করুন।
মেথি চুলের জন্য বেশ উপকারী। ২ চা চামচ মেথি ভিজিয়ে রাখুন আধ কাপ জলে। সারা রাত রাখার পর বেটে নিন। এই মেথি চুলে লাগাতে পারেন। অথবা নারকেল তেলের সঙ্গে মেশান মেথি বীজ। ১ সপ্তাহ রেখে নিন। তারপর ব্যবহার করুন। উপকার পাবেন। মেথির গুণে চুল পড়ার সমস্যা কম হবে।
চুলের যত্ন নিতে ব্যবহার করতে পারেন নিমপাতা (Neem Leaves) । ১ কাপ জলে কয়েকটি নিমপাতা ফেলে ফুটিয়ে নিন। এই জল তুলোয় করে স্ক্যাল্পে লাগান। নিমপাতার গুণে খুশকির সমস্যা দূর হবে। অথবা নিমপাতা বেটে নিন। তার সঙ্গে মেশান মধু। এই পেস্টটি স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
২ থেকে ৩টি আমলকি (Amla) সেদ্ধ করে নিন। এবার তা চটকে বীজ বের করুন। ভালো করে চটকে নিন। খুশকির সমস্যা থাকলে এর সঙ্গে মেশাতে পারেন পাতিলেবুর রস। এবার এই মিশ্রণটি মাথায় লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। চুল পড়ার সমস্যা সমাধান হবে আমলিকর গুণে। এতে বেশ কিছু উপকারী উপাদান থাকে। সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন আমলকি।
অ্যালোভেরা চুলের জন্য বেশ উপকারী। অ্যালোভেরা পাতা কেটে ভিতরের জেল বের করে নিন। ২ টেবিল চামচ জেল নিয়ে তার সঙ্গে মেষান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। অ্যালোভেরায় থাকা একাধিক উপকারী উপাদন চুলের জন্য উপকারী।
অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে জুঁই ফুলে। নারকেল তেলের সঙ্গে কয়েকটা জুঁই ফুল মিশিয়ে গরম করে নিন। ১০ মিনিট তেলটা গরম করুন। এবার ঠান্ডা হতে দিন। এবার এই তেল দিয়ে মাসাজ করুন।
চুলের জন্য বেশ উপকারী সজনে ফুল। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। সজনে ফুল জলে ফুটিয়ে নিন। ১ কাপ জলে কয়েকটি সজনে ফুল দিয়ে জল ফোটান। জল অর্ধেক হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। জল ঠান্ডা করুন। শ্যাম্পু করার পর সজনে ফুলের জল দিয়ে চুল ধুয়ে নিতে পারেন।