কি নেল আর্ট করবেন এবার পুজোয় দেখে নিন, তারই এক ঝলক
First Published Sep 23, 2019, 1:45 PM IST
আসছে পুজো আর এই পুজো মানেই সাজগোজ। এবার পুজোয় সাজগোজের মধ্যে রাখতেই পারেন নেল আর্ট। সাধারণ নেলপালিশতো পরেই থাকে সকলে। এবার সেটাকেই যদি একটু অন্যরকম ভাবে পড়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। পুজোয় নিজের নখ গুলোকে একটু অন্যভাবে সাজিয়ে তুলতে করে নিতেই পারেন নেল আর্ট। পুজোয় কি ধরনের নেল আর্ট করতে পারেন দেখেনিন তারই এক ঝলক।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন