শাহরুখ থেকে মমতা, নরেন্দ্র মোদী- সকলেরই চুম্বনের সেরা ৪০ টি ছবির অ্যালবাম
চুমু। এই শব্দটার সঙ্গে অনেকেই অনেকরকম কল্পনা করে নেন। তবে, এই চুম্বন-কে ঘিরে এত ধরনের ছবি সামনে আসে যা দেখলে সত্যিকারে অবাক হতে হয়। কারণ কোনও চুম্বন যেমন নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের গভীরতাকে তুলে ধরে, তেমনি এমনও চুম্বন রয়েছে যা একে অন্যের প্রতি সম্মান হিসাবেও প্রদর্শিত হয়। আবার আমরা যখন ঈশ্বর বা ভগবানকে কল্পনা করে নিয়ে তাঁর চরণে নত হয়ে চুম্বন করি তখন সেটা হয় ভক্ত ও ভগবানের মধ্যে সেঁতু বন্ধন।
| Published : Feb 13 2020, 06:22 PM IST / Updated: Feb 13 2020, 08:55 PM IST
শাহরুখ থেকে মমতা, নরেন্দ্র মোদী- সকলেরই চুম্বনের সেরা ৪০ টি ছবির অ্যালবাম
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
139
এই ছবিটি ২০১১ সালের জানুয়ারি মাসে তোলা। একটি চলচ্চিত্র সম্মানের অনুষ্ঠানে এভাবেই বিদ্যা বালন ও অনুষ্কা শর্মা-র মাঝে গাল নিয়ে বিভ্রাটে পড়েছিলেন শাহরুখ খান। দুই সুন্দরী নায়িকা দফায়-দফায় চুম্বনে ভরিয়ে দিয়েছিলেন শাহরুখ-কে। এক সুন্দর সম্পর্কের ছবিটা কেমন হতে পারে তা এই চুম্বনের দৃশ্য বুঝিয়ে দেয়।
239
২০১৯ সালের ২৩ এপ্রিল এই ছবিটি তোলা হয়েছিল আহমেদাবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নাতনির গালে স্নেহের চুম্বন এঁকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
339
২০১৪ সালের আইপিএল-এ চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন দলকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল ইডেন গার্ডেন্সে। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চুম্বন করে শাহরুখ প্রকাশ করেছিলেন এক বিশিষ্ট মানুষের প্রতি তাঁর সম্মানকে।
439
২০১৭ সালের ১৬ ডিসেম্বর। এই দিনটিতে সনিয়া গান্ধী কংগ্রেস সভানেত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন ছেলে রাহুল গান্ধী-র জন্য। আর রাহুল মা-এর ছেড়ে দেওয়া পদে কংগ্রেসের সর্বোচ্চ নেতা হিসাবে আসীন হয়েছিলেন। কৃতজ্ঞতা প্রকাশে মা-এর মাথায় রাহুলের এই চুম্বন সেদিন ফ্রেমবন্দি হয়েছিল।
539
২০১২ সালের ১৬ মার্চ, ঢাকায় এশিয়া কাপ ক্রিকেটে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেই ম্যাচে শতরান করেছিলেন সচিন। এটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শততম শতরান। এক অলৌকিক নজির গড়ার পড়ার আবেগে ভেসে গিয়েছিলেন সচিন। তাঁর প্রথম প্রকাশ ছিল হেলমেটে চুম্বন। কারণ এই হেলমেটের মাথায় সচিন বরাবর লাগিয়ে রাখতেন জাতীয় পতাকার স্টিকার। এটা ছিল সচিনের দেশের প্রতি তাঁর সম্মান প্রদর্শন। যেন দেশের এক বীর সেনানি তাঁর মাতৃভূমি-কে গর্বিত করতে পেরে আবেগতাড়িত।
639
৮ ডিসেম্বর, ২০১৮। স্থান শ্রীনগরে। এক মা কাশ্মীরি মা সেনাবাহিনী-তে নাম লেখানো তাঁর ছেলের কপালে এঁকে দিচ্ছেন মা-এর স্নেহের চুম্বন। এই ছবি প্রমাণ করে দেয় মাতৃ স্নেহ কতটা অমূল্য।
739
২০১৭ সালের মে মাসে স্পেনের বার্গোস শহরে এই ছবিটি তোলা হয়। দোল পূর্ণিমায় অনুপ্রাণিত হয়ে সেবার সেখানেও দোল অনুষ্ঠিত হয়। স্পেনীয় মানুষ-জন জানে দোল মানে মিলনের উৎসব, ভালোবাসার উৎসব। রঙ-বেরঙের আলো-আধারিতে মিলে-মিশে যায় মানুষের অন্তরাত্মা। এমনই একটি ছবি ধরা পড়েছে এখানে।
839
উজমা আহমেদ। কাজ করেন বিদেশমন্ত্রকে। পাকিস্তানে ভারতীয় হাইকমিশনে সিনিয়র অফিসার পদে কাজ করার সময় তাঁকে বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয়। এর পিছনে ছিল এক পাকিস্তানি। যিনি উজমা-কে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন। যদিও উজমা আগে থেকেই বিবাহিত ছিলেন। ঘটনার সময় দুই সন্তানের মাও বনে গিয়েছিলেন তিনি। এরমধ্যে ছোটটি ছিল কন্যা এবং মাত্র কয়েক বছর বয়স ছিল। সন্তানদের কথা ভেবে কেঁদে উঠতেন উজমা। ভারত ও পাকিস্তান সরকারের মধ্যস্থতায় অবশেষে উদ্ধার হন উজমা। ২০১৭ সালে ওয়াঘা সীমান্তে ভারতের হাতে তুলে দেওয়া হয় উজমা-কে। সেখান থেকে দিল্লি-তে ফিরে সন্তানদের সঙ্গে সাক্ষাৎ-এর সুযোগ পান। আনন্দে আত্মহারা হয়ে মেয়ে জড়িয়ে ধরে চুমু খেতে থাকেন তিনি। একেই বলে মা-এর মন।
939
ভারতীয় সিনেমার প্রথম ম্যাটিনি আইডল দিলীপ কুমার। সঙ্গে তাঁর স্ত্রী সায়রাবানু। মুম্বইয়ে লীলাবতি হাসপাতালের সামনে ২০১৪ সালের ১১ ডিসেম্বরে এই ছবিটি তোলা হয়। দিনটি ছিল দিলীপকুমারের ৯২ তম জন্মদিন। স্বামীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে আবেগে আপ্লুত হয়ে পড়েন সায়রা বানু। স্বামীকে সকলের সামনেই চুম্বনের স্নেহে ভরিয়ে দেন তিনি।
1039
বর্ডার-গাভাসকার ট্রফিতে চুম্বণরত বিরাট কোহলি। ২০১৯ সালের ৭ জানুয়ারি এই ছবিটি তোলা হয়েছিল। সে সময় ভারত ছিল অস্ট্রেলিয়া সফরে।
1139
২০০৬ সালের ১৮ জুন। বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দুই ব্রাজিলীয় সমর্থকের এক ছবিটি সে সময় বিশ্বকাপের ডায়েরি-তে স্থান করে নিয়েছিল।
1239
সেক্স বম্ব মল্লিকা শেরওয়াতের গালে জ্যাকি চেনের চুম্বন। ছবিটি ২০০৫ সালের ২২ নভেম্বর। ভারতীয় সিনেমায় তখন রীতিমতো হট-হট নায়িকার নাম মল্লিকা। জ্যাকি চেনের সঙ্গে হলিউডে একটি ছবি করেছিলেন মল্লিকা। ছবিটির নাম ছিল দ্য মিথ। সেই ছবির সাংবাদিক সম্মেলনে মল্লিকার গালে চুম্বন এঁকে দিয়েছিলেন জ্যাকি চেন।
1339
সিডিইউ চেয়ারম্যান রেইনার ব্রাজেল চুম্বনের বলিষ্ট রেখা এঁকে দিচ্ছেন ইন্দিরা গান্ধীর হাতে। আসলে বৈদেশিক কূটনৈতিক সম্মান প্রদর্শনের এটি অন্যতম প্রধান অঙ্গ। এর মানে এই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং একে অপরের কাছাকাছি আসবে। এতে অন্য কোনও ব্যাপারস্যাপার নয় যেটা বড়় হয়ে ওঠে সেটা হল একজনের প্রতি অন্য জনেপ সম্মান। ১৯৭১ সালে এই ছবিটি ক্যামেরাবন্দি হয়েছিল।
1439
১৯৯৯ সালের ৬ এপ্রিল। স্থান কাশ্মীরের গুলমার্গ। সেখানে মন ছবির শ্যুটিং চলছিল। একটি গানের দৃশ্যে নায়িকা মণীষা কৈরালার গালে চুম্বন করছেন আমির খান।
1539
ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোর ৩২ স্ট্রিট নেভাল স্টেশন। সেদিন ২০০০ নৌসেনা মার্কিন নৌবহরে সওয়ারি হয়ে ভেসে পড়েছিলেন প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে থাকা ক্যাম্পের উদ্দেশে। সেই অভিযানের কিছুক্ষণ আগে এই ছবিটি ক্যামেরাবন্দি হয়। যেখানে এক মার্কিন মেরিন তাঁর স্ত্রীর কাছে বিদায় চাইছে। অশ্রুসিক্ত নয়নে স্ত্রী তাঁকে বিদায় জানাতে জানাতে ভেঙে পড়েছে। স্ত্রীকে আশ্বস্ত করতে মার্কিন মেরিনের তরুণ অফিসার সেদিন এঁকে দিয়েছিলেন এমনই এক চুম্বনের বলিরেখা। তরুণ এই মার্কিন মেরিন অফিসারের নাম ছিল সার্জেন্ট জাচারি বার্নস এবং তাঁর স্ত্রী-র নাম ছিল অ্যাঞ্জেলা।
1639
ক্রিকেটের ঈশ্বরের হাতে সুরের মায়াবি জাদুকারিনী আশা ভোঁসলের চুম্বন। সাল ২০১৩। তারিখ ২২ জানুয়ারি। অনুষ্ঠানটি ছিল আশা ভোঁসলে অভিনীত প্রথম ছবি মাই-এর স্ক্রিনিং। সেখানেই শ্রদ্ধা বিনম্র ভঙ্গিতে সচিনের উপস্থিতিকে এভাবেই স্নেহের চুম্বনে আখ্যায়িত করেছিলেন আশা।
1739
২০০৭ সালের ১৫ মার্চ। এইচআইভি-এইডস নিয়ে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হলিউডের নামি অভিনেতা রিচার্ড গেরে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের হট নায়িকা শিল্পা শেঠী। অনুষ্ঠানে শিল্পা-কে অভিভাবদন জানাতে গিয়ে রিচার্ড গেরে এমনভাবে চুম্বন করে ফেলেন যে তুমুল বিতর্ক হয়। একটি সমাজকল্যাণমূলক অনুষ্ঠানে গেরে এবং শিল্পা-র এই আচরণ নিয়ে তোলপাড়ও হয়েছিল। যদিও, শিল্পা-র দাবি ছিল গেরে তাঁর গালে একটা সৌজন্যের স্পর্শ দিতে চেয়েছিলেন। যেমনটা ইংরেজি কায়দা একে-অপরকে গালে-গাল ঠেকিয়ে করে থাকেন তেমনটা। কিন্তু শিল্পা নাকি হাই-হিল স্যান্ডেলে পা হড়কে ফেলেন এবং তাঁকে সামলাতে গিয়ে গেরের ঠোঁট সরাসরি তাঁর গালে গিয়ে বসে গিয়েছিল। যদিও, নিন্দুকেরা শিল্পা-র এই যুক্তি মানতে রাজি ছিলেন না। এই ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার হয়েছিল, যিনি চুম্বন দেবেন এবং যিনি চুম্বন নেবেন- তাঁদের মধ্যে যতই তালমিল ভালো থাক স্থান-কাল-পাত্র গড়মিল হলে বিতর্কের ছ্যাঁকা লাগতেই পারে।
1839
এক পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল মুম্বইয়ে। সালটা ছিল ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি। পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক সে সময় বলিউডের হট দিভা-দের মধ্যে একজন। দিনটা ছিল বীণা মালিকের জন্মিদিন উদযাপন। সেখানেই ভক্তকূল এভাবেই বীণার হাত-এ চুম্বনের স্পর্শে ভরিয়ে দিয়েছিলেন। যা দেখে বীণাও অবাক হয়ে গিয়েছিলেন।
1939
সাফল্যের স্বাদকে চুম্বনে স্পর্শে অনুভব করতে কে না ভালোবাসে। ২০১৫ সালের ২৯ মার্চ দিল্লিতে ইয়োনেক্স সানরাইজ ইন্ডিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সাইনা নেওয়াল। সেই পদকে চুম্বণরত তিনি।
2039
পিতৃস্নেহ। ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর মেয়েকে চুমু খাওয়া লিয়েন্ডার পেজের এই ছবিটি চিত্র সাংবাদিকদের ক্যামেরাবন্দি হয়।