সামনেই বিয়ের তারিখ, বাতিল না করে জেনে নিন কি কি পদক্ষেপ নেওয়া জরুরি
- FB
- TW
- Linkdin
এই সময়ে বহু বিয়ের তারিখ বাতিল করতে বাধ্য হয়েছেন হবু দম্পতিরা। তবে এখন দেশজুড়ে শুরু হয়েছে আনলক প্রথম পর্ব । এখন বিয়ের তারিখ বাতিল না করে, কয়েকটি পদক্ষেপ মেনে চললেই যে কোনও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন আপনিও । তবে তার আগে এই কয়েকটি বিষয় মাথায় রাখুন
প্রথমত যে কোনও বড় জমায়েত করতে চাইলেই এখন প্রয়োজন পুলিশ-প্রশাসনের অনুমতি।
অনুমতি না নিয়ে অনুষ্ঠানের আয়োজন করবেন না । যথাযত অনুমতি নিয়ে এবং সেই নিয়মাবলী মেনে চলুন ।
‘বিগ-ফ্যাট-ওয়েডিং’ ভুলে যান । চেষ্টা করুন শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সান্নিধ্যে জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটিকে উদযাপন করতে ।
করোনার এই আবহে সামাজিক দূরত্বকে প্রাধান্য দেওয়াই সবচেয়ে বড় কথা।
পুরো অনুষ্ঠানটি এমনভাবে পরিচালনা করুন, যাতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ৪-৫ ফুট দূরত্ব বজায় রাখা সম্ভব হয় ।
হাত মেলানো বা জড়িয়ে ধরা নয়, সনাতন ভারতীয় রীতিতে নমস্কার জানান ।
পুরোদস্তুর ভাবে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখুন। নিমন্ত্রিত ব্যক্তি ও সঙ্গে আনা গিফটের প্যাকেট ভালো করে স্যানিটাইজ করে তবে হাতে নিন।
খোলা জায়গায় বিয়ের ভ্যেনু ঠিক করুন যাতে নিমন্ত্রিতরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন। ফুলের ব্যবহার যত কম করা যায় ততই ভালো।
অনুষ্ঠানের আগে ভ্যেনু স্যানিটাইজ করা, আমন্ত্রিত সকলকে মাস্ক, গ্লভস পরা বাধ্যতামূলক করা, স্যানিটাইজার ব্যবহার করা। এই ছোটখাট বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে ।
পাশাপাশি অনুষ্ঠান শেষ হওয়ার পর ওই এলাকা স্যানিটাইজ করে দেওয়ার ব্যবস্থাও করতে হবে।