সম্পর্ক ভাঙছে, অথচ বুঝতে পারছেন না, এই টিপসেই আঁচ পাবেন, খেয়াল রাখুন
- FB
- TW
- Linkdin
আপনার সঙ্গী কি আপনাকে কথায় কথায় এড়িয়ে যাচ্ছে, বিয়ের প্রসঙ্গ আসলেই কী নানা অযুহাতে দিন পিছিয়ে দেওয়া বা ব্যস্ততা দেখাচ্ছে তবে সতর্ক হয়ে যায়।
আগের মত কি সম্পর্কের সমীকরণ আছে! ধরুন কথায় কথায় রাগ অভিমান তো সব সম্পর্কেই হয়ে থাকে। কিন্তু তা কি মাত্রা ছাড়াচ্ছে! তবে খুলে কথা বলুন।
দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও নেই কোনও ফোন বা ম্যাসেজ। অফিস কিংবা কাজের ব্যস্ততা নয়, এমনই সাধারণ সময় ভুলে থাকছে আপনাকে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে সচেতন হয়ে যান।
আপনাদের মধ্যে কি ভুল বোঝাবুঝি বাড়ছে, কারণে অকারণে আপনার খুঁদ ধরার চেষ্টা করছে আপনার সঙ্গী। তবে একটু সচেতন থাকুন।
শারীরিক সম্পর্কে ক্ষেত্রে কি অনিহা তৈরি হচ্ছে। কাজের ব্যস্ততার জন্য বা অতিরিক্ত ট্রেস থেকে সমস্যা হতেই পারে। কিন্তু কোন কারণ ছাড়াই কি বাড়ছে দুরত্ব, তাহলে সম্পর্ক আরও একবার গুছিয়ে নিন।
আপনার উপস্থিতিতে বা আপনার সঙ্গে থাকার সময়ও আপনার সঙ্গী কি ফোনে ব্যস্ত, সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে চলেছেন, তবে তাকে বুঝিয়ে বলুন নিজেদের স্পেস প্রয়োজন।
আপনি ছাড়া অন্য বন্ধুদের সঙ্গে বেশি উপভোগ করছে আপনার পাটনার, তবে অবশ্যি সম্পর্ককে আরও একবার ঝালিয়ে নিন। হতেই পারে আপনার সঙ্গে দুরুত্বের অন্য কোনও কারণ তৈরি হয়েছে।
অযথা মিথ্যে বলছে আপনার সঙ্গী, আপনি ধরে ফেলার পরও অস্বীকার করছে, তবে নিঃসন্দেহে আপনার সঙ্গীর পাশে থাকুন।