পাত্র-পাত্রীর বিজ্ঞাপণ এবার ভুলে যান, যৌনতার চরম সুখে লকডাউনে সুপার-ডুপার হিট 'জেনিটাল ম্যাচমেকিং'
First Published Dec 1, 2020, 9:58 AM IST
সম্পর্কের মধ্যে উষ্ণতার আবেশে কে না বুঁদ হতে চায়। সমীক্ষা বলছে অধিকাংশ দাম্পত্য ভেঙে যাওয়ার পিছনে কাজ করে যৌনসুখের অতৃপ্তি। বিশেষ করে দীর্ঘদিনের বিবাহিত দম্পতিদের মধ্যে যার সবচেয়ে বেশি উদাহরণ পাওয়া যায়। কিন্তু, সম্পর্কের ভাঙা-গড়ায় যৌনসুখের মাত্রাকে যদি কন্ট্রোল করে বাড়ানোর ক্ষমতা পাওয়া যায় তাহলে! আর সেই কারণে এখন চড়চড় করে বাড়ছে জেনিটাল ম্যাচমেকিং-এর প্রবণতা। যেখানে যৌনসুখের পারফেক্ট অর্গাজমে যৌনাঙ্গের পারফেক্ট ফিটিং চাইছেন দম্পতিদের দল।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন