বিয়ের আগের যৌনমিলন কতটা নিরাপদ, কী বলছেন বিশেষজ্ঞরা
First Published Jan 8, 2021, 6:40 PM IST
বিয়ের আগের লিভ-ইন। আর লিভ-ইনে থাকা মানেই যৌনমিলন। একে অন্যের পরিপূরক। বর্তমান সময়ে দাঁড়িয়েও লিভ-ইন কথাটি শুনলেই চোখ যেন কপালে ওঠে অধিকাংশেরই। কারণ সমাজের বানানো গতে বাধা নিয়ম থেকেই এখনও বেরিয়ে আসতে পারেননি বেশিরভাগ মানেই। বিয়ের আগে সঙ্গম মানেই মহাপাপ, সমাজের এই ছুঁৎমার্গ আজও কাটছে না, বিয়ের আগে যৌনমিলনে লিপ্ত হওয়া কতটা নিরাপদ, কী বলছেন বিশেষজ্ঞরা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন