- Home
- Sports
- Other Sports
- টোকিওতে লক্ষ্য সোনা, নতুন অস্ত্রে শান সিন্ধুর, নিজেকেও সাজিয়ে তুলেছেন অলিম্পিকের সাজে
টোকিওতে লক্ষ্য সোনা, নতুন অস্ত্রে শান সিন্ধুর, নিজেকেও সাজিয়ে তুলেছেন অলিম্পিকের সাজে
- FB
- TW
- Linkdin
রিও অলিম্পিকের ফাইনালে উঠেও রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে। ক্যারোলিনা মারিনের কাছে হারতে হয়েছিল তাকে।
তবে এবার আর রূপো নয়, সোনা জয়ের জন্য বদ্ধপরিকর তারকা শাটলার। অলিনম্পিকের জন্য কঠোর পরিশ্রম করেছেন সিন্ধু।
অলিম্পিকের দিন যতই এগিয়ে আসছে ততই 'অলিম্পিক জ্বর' কাবু করে তুলছে পিভি সিন্ধুকে। টোকিও নামার অপেক্ষায় ছটফটট করছেন তিনি।
এছাড়াও অলিম্পিকে সাফল্যের জন্য নিজের খেলায় বিশেষ অস্ত্র তৈরি করেছেন বলে জানিয়েছেন সিন্ধু। তবে এখনই তা প্রকাশ করতে নারা তারকা শাটলার।
সিন্ধু জানিয়েছেন, এ বারের অলিম্পিক্সে বাজিমাত করার জন্য একটা নতুন অস্ত্রে শান দিয়েছি। তবে সেটা এখন গোপন রাখাই ভাল। কারণ প্রচার মাধ্যমের কাছে সেটা নিয়ে আলোচনা করলে বিপক্ষ সজাগ হয়ে যাবে। এই অস্ত্রকে যাতে কাজে লাগাতে পারি সেই জন্য অনেক পরিশ্রম
সোনা জয়ের জন্য যে এবার বদ্ধপরিকর সিন্ধু সেই কথাও জানিয়েছেন। বলেছেন,'দেশের জার্সি গায়ে চাপিয়ে সব সময় সেরা ফল করার চেষ্টা করেছি। এ বারও সেই ধারা বজায় থাকবে। রিও-তে অল্পের জন্য সোনা হাতছাড়া করেছিলাম। এ বার সেই দুঃখ মেটাতে চাই।'
টোকিও অলিম্পিকে যেন শুধু পোডিয়াম ফিনিশ নয়, সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করতে পারেন পিভি সিন্ধু, সেই শুভকামনাই করছে পুরো দেশ।