৭০ বছর পেরিয়ে আজও সান্দাকফুর ঐতিহ্য পুরোনো ল্যান্ড রোভার, কেন জানেন
- FB
- TW
- Linkdin
হার্ডি গাড়ি হিসেবেই পরিচিত এই ল্যান্ড রোভার। কিন্তু তা সুদুর ভারতের পাহাড়ি অঞ্চল সান্দাকফু-তে পৌঁছল কীভাবে!
৩০ এপ্রিল ১৯৪৮ সালে ল্যান্ড রোভারের জন্ম। কয়েকদিনের মধ্যেই এই গাড়ির জনপ্রিয়তা বাড়তে থাকে।
তবে ভারতের ইতিহাসের সঙ্গে এটি জড়িয়ে পড়ার পেছনে রয়েছে একটি গল্প। যার অন্যতম্য কারণ হল এর ক্ষমতা।
ভারত-নেপাল বর্ডারের কাছে সান্দাকফু-তে এই গাড়ি আসে ১৯৫৮ সালে। মণিভঞ্জন থেকে এই গাড়ি যাত্রা করে কঠিন পাহাড়ি পথে।
তবে থেকেই এই এলাকার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়ে ল্যান্ড রোভার।
বর্তমানে অনেকেই যেমন ট্রেকিং-এর জন্য বেছে নিয়ে থাকেন সান্দাকফু ট্রিপ, ঠিক তেমনই অনেকে এই গাড়ির টানেও পৌঁছে যান সেখানে।
মণিভঞ্জণ স্ট্যান্ড থেকে ভাড়া করা হয় এই এই গাড়ি, যা বর্তমানে সান্দাকফু পর্যন্ত যাত্রা করে থাকে।
ল্যান্ড রোভারের সেই প্রথম সিরিজের একাধিক গাড়ি কীভাবে রমরমিয়ে চলছে এই এলাকাতে, তা জানতে গেলে একবার তো ঘুরে আসতেই হয় মণিভঞ্জন।