কেমন কাটবে বছরের শেষ সপ্তাহ, দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল
First Published Dec 27, 2020, 4:20 PM IST
পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ- কোনও কারণে শরীরিক উদ্বেগ বৃদ্ধি পেত পারে। কোনও বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে। বাড়িতে কোনও আত্মীয়র সঙ্গে শত্রুতার জন্য স্বামী-স্ত্রীর বিবাদ বৃদ্ধি পাবে। সমাজে কোনও কারণে প্রতিষ্ঠিত হতে পারেন। সপ্তাহের প্রথম দিকে সরকারি কর্মচারিদের জন্য সময়টা খারাপ। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে। সন্তানের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে।ব্যবসার দিকে ফল ভালো হবে না তবে শেষের দিকে সমস্যা কেটে যাবে। মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কাজের জন্য কোনও নতুন সুযোগ আসতে পারে।

বৃষ- সঙ্গীর সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। কোনও ইচ্ছে পূর্ণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। খেলাধূলোর সঙ্গে যারা যুক্ত তাঁদের সুনাম বৃদ্ধির যোগ রয়েছে। অংশীদারি ব্যবসায় বিনিয়োগ না করাই ভালে। প্রেমের ব্যপারে জটিলতা বাড়তে পারে। গবেষণাতে সাফল্য লাভ করবেন। সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। অসুস্থতার কারণে ভ্রমণ বাতিল হতে পারে। পেটের কোনও সমস্যার জন্য কাজের ব্যঘাত ঘটবে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন