বাংলা দখল করতে বিজেপির দরকার মাত্র ১৯ আসন, তাতেই কি আতঙ্কের প্রহর গুনছে তৃণমূল কংগ্রেস
First Published Jan 13, 2021, 11:39 AM IST
বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজ্যে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি ২০০-র বেশি আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে এবারের নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপিও দাবি করছে, 'ইসবার দুশো পার'। ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফলই যে এই আত্মবিশ্বাস দিয়েছে পদ্ম শিবিরকে তা বলার অপেক্ষা রাখে না। লোকসভা নিরর্বাচনের বিধানসভা ভিত্তিক ফলেই পরিষ্কার বাংলার মসনদ দখলের খুব কাছে রয়েছে বিজেপি। যদিও পুনরায় ক্ষমতা দখলে আত্মবিশ্বাসী শাসক দলও।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে রাজ্যে ৪২ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২২টি, বিজেপি ১৮টি, কংগ্রেস ২টি ও খাতা খুলতে পারেনি বামেরা। কিন্তু বিজেপির উত্থান চমকে দিয়েছিল সকলকে। ২০১৪ সালে ২টি আসন পেয়েছিল বিজেপি। সেখান থেকে ১৬টি আসন বাড়ায় তাড়া। বেশ কয়েকটি আসনে খুব কম ব্যবধানে হারে বিজেপি প্রার্থীরা। অপরদিকে ৩৪ আসন থেকে নেমে ২২ আসনে নেমে আসে শাসক দল।

পরিসংখ্যান বলছে, ১৮টি লোকসভা আসনে জিতলেও লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে রয়েছে ১২৯ টি বিধানসভায়। রাজ্যের মোট ২৯৪টি বিধানসভায় এগিয়ে থাকার নিরিখে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে শাসক দল তৃণমূল। তারা এগিয়ে রয়েছে ১৫৮টি আসনে। অর্থাৎ মাত্র ১৯ আসন জিততে পারলেই বাংলা দখলের ম্যাজিক ফিগারে পৌছতে পারে বিজেপি। যা শাসক দলের কাছে চরম অশনি সংকেত।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন