- Home
- West Bengal
- West Bengal News
- বাজল ভোটের ভেঁপু, কলকাতার ১৮ কেন্দ্রের EVM-যন্ত্রের পরীক্ষা শুরু, দেখুন ছবি
বাজল ভোটের ভেঁপু, কলকাতার ১৮ কেন্দ্রের EVM-যন্ত্রের পরীক্ষা শুরু, দেখুন ছবি
একুশের প্রাক্কালে বিধান সভা কেন্দ্রগুলির ভোট যন্ত্রের পরীক্ষা শুরু। লালবাজার সূত্রের খবর, কলকাতার ১৮ টি বিধানসভা কেন্দ্রের জন্য ইতিমধ্যেই তেলেঙ্গানা, ছত্তীসগঢ় এবং হায়দরাবাদ থেকে ভোট যন্ত্র চলে এসেছে। সেগুলি রাখা হয়েছে আলিপুর সার্ভে বিল্ডিং, পাইকপাড়া বাসডিপো, আলিপুরের প্রশাসনিকভবনে। পাহারার দায়িত্বে রয়েচে কলকাতা পুলিশ বিভিন্ন ব্যাটিলিয়নে সশস্ত্র বাহিনীর জওয়ানেরা।
| Dec 30 2020, 10:20 AM IST
বাজল ভোটের ভেঁপু, কলকাতার ১৮ কেন্দ্রের EVM-যন্ত্রের পরীক্ষা শুরু, দেখুন ছবি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
)
২০২১ সালে ভোট প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ ঘটে সেজন্য় আগাম সতর্ক পুলিশ-প্রশাসন।
Subscribe to get breaking news alerts
25
লালবাজার সূত্রের খবর, কলকাতার ১৮ টি বিধানসভা কেন্দ্রের জন্য ইতিমধ্যেই তেলেঙ্গানা, ছত্তীসগঢ় এবং হায়দরাবাদ থেকে ভোট যন্ত্র চলে এসেছে।
35
সেগুলি রাখা হয়েছে আলিপুর সার্ভে বিল্ডিং, পাইকপাড়া বাসডিপো, আলিপুরের প্রশাসনিকভবনে।
45
পাহারার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ বিভিন্ন ব্যাটিলিয়নে সশস্ত্র বাহিনীর জওয়ানেরা।
55
শহরের এই তিন জায়গায় প্রথম পর্যায়ের ওই পরীক্ষা বা ফার্স্ট লেবেল অব চেকিং চলবে জানুয়ারির শেষ অবধি।