- Home
- West Bengal
- West Bengal News
- মোদী-ম্যাজিকে ভাসল জয়নগর-উলুবেড়িয়া, ভোটের দিনও রাজ্য সফরে বাজিমাত প্রধানমন্ত্রীর
মোদী-ম্যাজিকে ভাসল জয়নগর-উলুবেড়িয়া, ভোটের দিনও রাজ্য সফরে বাজিমাত প্রধানমন্ত্রীর
দ্বিতীয় দফার ভোটের দিনেই রাজ্য সফরে মোদী। এদিন জয়নগর এবং উলুবেড়িয়ায় জনসভা বাজিমাত করেছেন নরেন্দ্র মোদী। দুটি সভাতেই জনসমুদ্র যে বাংলায় বিজেপির জয়ের জানান দিয়েছে, এদিন তা বলেছেন নরেন্দ্র মোদী। বিজেপির কর্মী-সমর্থক থেকে শীর্ষ নের্তৃত্ব প্রায় প্রত্যেকেই এদিন মোদী ম্যাজিকে হারিয়ে গিয়েছেন। তারই কয়েকটা ঝলক এবার দেখে নেওয়া যাক ছবিতে-ছবিতে।
- FB
- TW
- Linkdin
দ্বিতীয় দফার ভোটের দিনেই রাজ্য সফরে মোদী। এদিন জয়নগর এবং উলুবেড়িয়ায় জনসভা বাজিমাত করেছেন নরেন্দ্র মোদী।
দুটি সভাতেই জনসমুদ্র যে বাংলায় বিজেপির জয়ের জানান দিয়েছে, এদিন তা বলেছেন নরেন্দ্র মোদী।
বিজেপির কর্মী-সমর্থক থেকে শীর্ষ নের্তৃত্ব প্রায় প্রত্যেকেই এদিন মোদী ম্যাজিকে হারিয়ে গিয়েছেন।
এদিন জয়নগরের সভায় মোদী বলেছেন, নন্দীগ্রামকে অপমান করেছেন দিদি। বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিদি।
গত ১০ বছর বাংলার মানুষের জন্য যদি কাজ করতেন দিদি, তাহলে কি আজ এই দিন দেখতে হতো বলে প্রশ্ন তোলেন মোদী।
এদিন উলুবেড়িয়ায় এসে মোদী জানিয়েছেন, 'বাংলার জন্য আমার স্বপ্ন অনেক বড়-সংকল্প অনেক বড়। আমরা এটা সবাই মিলে সম্পূর্ণ করব। তাই এবার সবাই দেবে পদ্মফুলেই ছাপ।
'পিএম সম্মান নিধি' র মাধ্যমে সারা ভারতবর্ষের ১০ কোটি কৃষক উপকৃত হচ্ছে। কিন্তু দিদি বাংলার কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাংলার কৃষকরা বলে দাবি নরেন্দ্র মোদীর।
'বাংলার প্রতিটি কোণে শুধুই বিজেপির ঝড় উঠেছে' এদিন রাজ্য সফরে এসে বলেন মোদী।