কে এই আব্বাস সিদ্দিকী, কীভাবে উত্থান, জানুন 'ভাইজানের' অজানা কাহিনি
বাংলার রাজনীতিতে উল্কার গতিতে আগমন ঘটেছে আববাস সিদ্দিকীর। এবারের ভোটে তিনি যে 'কিং মেকার' হতে চলেছে সেই ঘোষণা আগেই ঘোষণা করে দিয়েছেন। বাম-কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধভাবে বাংলার ভোট যুদ্ধে লড়াই করছে 'ভাইজানের' নতুন দল আইএসএফ। ইতিমধ্যেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জনপ্রিয়তা আকাশছোঁয়া আব্বাসের। সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে বঙ্গ রাজনীতিতে এই নতুন শক্তি। কিন্তু ধর্মগুরু থেকে রাজনীতির ময়দান, কেমন ছিল আব্বাসের এই যাত্রা পথ।
- FB
- TW
- Linkdin
গত ২১ জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে আত্মপ্রকাশ করে আব্বাসের রাজনৈতিক দল। রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জনপ্রিয়তার শীর্ষে পৌছে যান 'ভাইজান'। এবারের ভোটে তারদলই ফ্যাক্টর হতে চলেছে বলে ঘোষণা করেন তিনি।
এবারের নির্বাচনে বাম-কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন আব্বাস সিদ্দিকী। এছাড়াও তার সঙ্গে রয়েছে কয়েকটি ছোট ছোট আঞ্চলিক দলও। রাজ্যে তৃণমূল ও বিজেপি পরাসত করাই তার প্রথম লক্ষ্য।