- Home
- West Bengal
- West Bengal News
- একাধিক পরিচয় থেকে পিতার নামেও বিভ্রাট, অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে
একাধিক পরিচয় থেকে পিতার নামেও বিভ্রাট, অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে
দু একটি ঘটনায় তার নাম শোনা গেলেও, এতদিন পর্যন্ত খুব একটায় চর্চায় থাকতেন না তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম। কিন্তু ভোটবঙ্গে এবার যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে অভিষেক জায়া। কয়ালা পাচার কাণ্ডে এবার সিবিআই ব়্যাডারে রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা দুর্নীতি কাণ্ডে অভিষেক পত্নীর ব্যাঙ্ক অ্যকাউন্টের লেনদেন নিয়েই যাবতীয় সন্দেহ দানা বেধেছে সিবিআইয়ের। ফলে রাজ্য জুড়ে এখন সকলের মুখেই একটা নাম রুজিরা বন্দ্যোপাধ্যায়? কিন্তু কে এই রুজিরা বন্দ্যোপাধ্যায়। আসল পরিচয়ই বা কি? অভিষেকের সঙ্গে আলাপ কীভাবে? কীভাবে তার নাম জড়াল কয়লা পাচার কাণ্ডে? এই সব প্রশ্নের উত্তর জানতে উৎসুখ সকলেই। চলুন জানা যাক রুজিরা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অজানা সব তথ্য।
- FB
- TW
- Linkdin
এমনও শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক শুরুতে মেনে নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্য়ায়। পরে অবশ্য প্রিয় ভাইপোর জেদের কাছে নতি স্বীকার করতে হয়েছিল পিসিকে। তবে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্তমানে রুজিরার সম্পর্ক মধূর।
রুজিরা তার পরিবারের কাছে খুবই প্রিয়। অভিষেককেও খুবই ভালোবাসেন শ্বশুর বাড়ির লোকেরা। মেয়ের সঙ্গে দেখা করার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে একটি বাড়িও রুজিরার পরিবার কেনে বলে জানা যায়। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার ব্যাঙ্ককে গিয়েছেন বলে জানা গিয়েছে।
নানা বিতর্কে জড়ানোর আগে সুখেই সংসার চলছিল রুজিরার। দুটি সন্তানও রয়েছে তাদের। রুজিরা ও অভিষেকর পরিবারে প্রথম হয় কন্যা সন্তান। নাম আজানিয়া। ২০১৯ সাল ফের তাদের পুত্র সন্তান হয়। ছেলের নাম আয়ানাশ।
২০১৭ সালে রুজিরার বাবার আসল নাম কী তা নিয়ে বিতর্ক দানা বাধে। পিআইও কার্ডটিকে ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন বা ওসিআই কার্ডে রূপান্তরিত করার জন্য কলকাতার ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে আবেদন করেন রুজিরা। কার্ড পেয়েও যান তিনি।
কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, নিয়মমাফিক ওসিআই কার্ড পাওয়ার জন্য বিয়ের সার্টিফিকেট জমা জমা দিয়েছিলেন রুজিরাবন্দ্যোপাধ্যায়ের। সেই সার্টিফিকেটে আবার দিল্লির বাসিন্দা গুরশরণ সিং আহুজা নামে এক ব্যক্তিকে বাবা হিসেবে উল্লেখ করা হয়েছে। দু জায়গায় বাবার নাম ভিন্ন হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শোকজের মুখে পড়তে হয় রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে।
রুজিরার নাম প্রথমবার শিরোনামে আসে ২০১৯-এর মার্চে, লোকসভা ভোটের আবহে। রুজিরার বিরুদ্ধে মামলা করে শুল্ক দফতর। অভিযোগ, ২০১৯ সালের ১৫-১৬ মার্চের মধ্যরাতে এয়ারওয়েজের বিমানে কলকাতায় নামেন রুজিরা। সঙ্গে ছিলেন বোন মেনকা গম্ভীর। শুল্ক অফিসাররা তাঁদের মালপত্র তল্লাশি করতে চাইলে বাধার অভিযোগ ওঠে। বিরোধীরা অভিযোগ করেন নিয়ম বহির্ভূতাবে তাঁর কাছে সোনা পেয়েছিলেন কাস্টমসের অফিসাররা। বিরোধীদের আরও অভিযোগ, পুলিশ গিয়ে রুজিরাদের ছাড়িয়ে আনে।
ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলেছিলেন, সিসিটিভি ফুটেজ প্রকাশ করার। ভোটের শেষ পর্বের প্রচারে ডায়মন্ড হারবারের সভা থেকে এ নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বলেছিলেন, "অভিষেকের স্ত্রীর ব্যাগে ছিল দুটো বালা, তাই নিয়েও মোদীর এত জ্বালা। " তার আগে মেটিয়াবুরুজের সভা থেকে বলেছিলেন, "ওরা অভিষেককেও ছাড়ছে না। ওঁর ছোট্ট বউটাকেও ছাড়ছে না।"