- Home
- West Bengal
- West Bengal News
- Cyclone Yaas এর দাপটে লন্ডভন্ড দিঘা, দেখে নিন চেনা দিঘার মন খারাপ করা ছবিগুলি
Cyclone Yaas এর দাপটে লন্ডভন্ড দিঘা, দেখে নিন চেনা দিঘার মন খারাপ করা ছবিগুলি
- FB
- TW
- Linkdin
করোনাভাইরাসের সংক্রমণের জন্য বর্তমানে প্রায় পর্যটক শূণ্য ছিল দিঘা মন্দারমণি সহ বিস্তীর্ণ এলাকা। এমনিতেই গত এক বছর ধরে মহামারির তাণ্ডব চলায় প্রায় পর্যটন ব্যবসা প্রায় ধুঁকছে। তারপর এপর প্রাকৃতিক দুর্যোগের খাঁড়া বহন করা প্রায় অসাধ্য।
প্রবল জলোচ্ছ্বাস আর জলের তোড়ে প্রায় উপড়ে গেছে সমুদ্রতীরবর্তী হোটেল আর রেঁস্তোরাগুলো।
সমুদ্র তীরবর্তী রাস্তা প্রায় মুখ ঢেকেছে সমুদ্রের নুড়ি পাথর, বোল্ডার আর কংক্রিটের ভাঙা আবর্জনায়।
সমুদ্র তীববর্তী বসার জায়গা একের পর এক উল্টে ভাসিয়ে নিয়ে গেছে রাক্ষুসে সমুদ্র।
গতকালের তাণ্ডবের পর আজ একদম শান্ত দিঘার সমুদ্র। নিজের ছন্দেই বয়ে চলেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার প্রবল বৃষ্টি হওয়ার কথা দিঘায়। সেইমত এদিন প্রবল বৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের কথায় গতকাল প্রকৃতিক দুর্যোগের পর প্রবল বৃষ্টি তাঁদের বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছে।
গতকালের প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই ঘরবাড়ি ভেসে গেছে। যেটুকু যা ছিল তাই গুছিয়ে রাখার আগে বৃষ্টি বিপর্যয় শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় এখন দিঘা থেকে কয়েক শতমাইল দূরে নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু এখনও দিঘার উপকূলে বইছে দমকা হাওয়া। আর তার সঙ্গে দফায় দফায় বৃষ্টি। যা উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।