রায়গঞ্জে ডুবে গেছে গ্রামের পর গ্রাম,৩৪ নম্বর জাতীয় সড়ক এখন জলপথ
নাগর নদীর জলে রায়গঞ্জ ব্লকের গ্রামের পর গ্রাম ভেসে যাওয়ার পর এবার ৩৪ নম্বর জাতীয় সড়কও নদীর জলে প্লাবিত হল। রায়গঞ্জের শীত গ্রামপঞ্চায়েতের নাগর ব্রীজ সংলগ্ন নতুনহাট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে নদীর জল বয়ে যাওয়ার ঘটনায় যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এখনও ধীর গতিতে নতুনহাট এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করা গেলেও সমস্যা বেড়েই চলেছে।
- FB
- TW
- Linkdin
এখনও ধীর গতিতে নতুনহাট এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করা গেলেও সমস্যা বেড়েই চলেছে।
যেভাবে ক্রমশ জল বাড়ছে তাতে রাতের আগেই রায়গঞ্জ ব্লকের নাগর, শীতগ্রাম, নতুনহাট এলাকার উপর দিয়ে যাওয়া কলকাতা-শিলিগুড়ি যাতায়াতের একমাত্র সড়ক ৩৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সাতদিন ধরে একটানা লাগাতার প্রবল বর্ষনে নাগর নদীর জলে প্লাবিত হয়ে গিয়েছে রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম, জগদীশপুর গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। গ্রামের পর গ্রাম ভাসিয়ে এবার নাগর নদীর জলে প্লাবিত হল রায়গঞ্জ ব্লকের নাগর সেতু সংলগ্ন নতুনহাট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক।
কিন্তু যেভাবে জল ক্রমশ বেড়ে চলেছে তাতে রাতের আগেই জাতীয় সড়কে এক কোমর জল দাঁড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্ধ হয়ে যাবে উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গের একমাত্র যোগাযোগকারী সড়ক পথ ৩৪ নম্বর জাতীয় সড়ক।