হলদিয়ায় গ্রামে প্রবলবেগে ঢুকছে জল, জরুরী জিনিস নিয়ে ত্রাণ শিবিরের পথে মানুষ, দেখুন ছবি
প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)স্থলভাগে ইতিমধ্যেই আছড়ে পড়েছে । পূর্ব মেদিনীপুরে ৫১টি বাঁধ ভেঙেছে। দীঘা, শঙ্করপুর, তাজপুর স্টেশন ক্ষতিগ্রস্থ হয়েছে। এই অবধি ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। হলদিয়ায় গ্রামে জল ঢুকে পড়ায়, জিনিসপত্র নিয়ে ত্রাণ শিবিরে যাচ্ছে মানুষ। দেখুন ছবি।
প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)স্থলভাগে ইতিমধ্যেই আছড়ে পড়েছে ।
পূর্ব মেদিনীপুরে ৫১টি বাঁধ ভেঙেছে। দীঘা, শঙ্করপুর, তাজপুর স্টেশন ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় যশের জেরে এই অবধি ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
হলদিয়ায় গ্রামে জল ঢুকে পড়ায়, জিনিসপত্র নিয়ে ত্রাণ শিবিরে যাচ্ছে মানুষ।
ঘূর্ণিঝড়ের সঙ্গে ভরা কোটালের ফলে রাজ্যে আরও বেশি ক্ষতি হয়েছে। নীচু এলাকায় বন্যা হয়ে গিয়েছে।
দক্ষিণ ২৪ পরগণায় ১৫ টি বাঁধ ক্ষতির সম্মুখীন। গোসাবার গ্রামে বিদ্যাধরী নদীর জল ঢুকে গিয়েছে।অসহায় হয়ে মানুষ দরকারি জিনিস নিয়ে ঘর ছাড়ছে।