- Home
- West Bengal
- West Bengal News
- করোনাতঙ্কের মাঝে স্বাধীনতা দিবসের প্রস্তুতি, হাই অ্যালার্ট জারি উত্তর দিনাজপুরে
করোনাতঙ্কের মাঝে স্বাধীনতা দিবসের প্রস্তুতি, হাই অ্যালার্ট জারি উত্তর দিনাজপুরে
- FB
- TW
- Linkdin
উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া জেলা উত্তর দিনাজপুর। জেলায় বাংলাদেশ সীমান্তের আয়তন দুশোর কিমিরও বেশি। রয়েছে বিহার-বাংলার আন্তঃরাজ্য সীমান্তও।
করোনা পরিস্থিতি নিয়ে যেমন উদ্বেগ বাড়ছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোনও নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না তো! ঝুঁকি নিতে নারাজ প্রশাসন ও পুলিশ আধিকারিকরা। হাই অ্যালার্ট জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে।
সদর শহর রায়গঞ্জ-সহ জেলার বিভিন্ন এলাকায় পথে নেমেছে পুলিশ ও ব়্যাফ। চলছে নাকা চেকিং, তল্লাশির হাত থেকে রেহাই নেই বাইক আরোহীদেরও।
বিশেষভাবে নজর রাখা হচ্ছে হোটেল ও রেস্তোরাঁগুলিতেও। জনবহুল এলাকায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে সর্বক্ষণ নজরদারি চালাচ্ছেন পুলিশকর্তারা।
স্রেফ শহরাঞ্চলেই নয়, পুলিশি টহলদারি চলছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে। সীমান্তের নিরাপত্তা নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রশাসনিক আধিকারিকরা।