- Home
- West Bengal
- West Bengal News
- দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
শরতের মেঘ। ঝকঝকে নীল আকাশ। নেই বৃষ্টির তেমন সম্ভাবনা। তবে মৌসুমী বায়ুর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা দিতে পারে বেশ কিছু এলাকাতে। কেমন থাকবে উত্তর বঙ্গের আবহাওয়া, কী বলছে হাওয়া অফিস
- FB
- TW
- Linkdin
বুধবার পরিষ্কার আকাশ ছিল কলকাতায়। বৃষ্টিপাত হয়নি। বৃহস্পতিবারও আকাশ থাকবে পরিস্কার। মাঝে মধ্য়ে কয়েকপশলা বৃষ্টির দেখা মিলবে।
বুধবার বৃষ্টি হয়েছে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে।
মৌসুমী বায়ুর অবস্থানের জন্য বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারে।
বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা দিতে পারে দক্ষিণ ও উত্তরেরর জেলাগুলিতে। তবে সপ্তাহের শেষে ভারী বর্যণের সম্ভাবনা।
বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। তবে শনিবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার কথাই জানানো হয়েছে হাওয়া অফিস থেকে।
পাশাপাশি উত্তর বঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। ভারী বর্ষণের কোনও সম্ভাবনাই এই আগামী দুদিন।
তবে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ তুলনামূলক কম থাকায় কমেছে আর্দ্রতা জণিত অস্বস্তি।