২০২১ সালে কোন রত্ন হবে আপনার জন্য শুভ, জেনে নিন রাশি অনুযায়ী
আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে। আমাদের জীবনের এই সমস্যাগুলোকে সহজেই কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষীরা নানান রত্ন ধারণের পরামর্শ দেন। জ্যোতিষশাস্ত্র বলছে সঠিক নিয়মে গ্রহ-নক্ষত্র অনুযায়ী রত্ন ধারণ করলে ফিরতে পারে আপনার ভাগ্যও৷ তবে এই রত্ন ধারণের বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা জরুরি। না হলে রত্ন ধারণের উপযুক্ত ফল পাওয়া যায় না। জ্যোতিষশাস্ত্র মতে জেনে নিন কোন রাশির জন্য কোন রত্ন উপযুক্ত। অর্থাৎ আগামী বছরে রাশি অনুযায়ী কোন রত্ন ধারণ করলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে।
| Nov 23 2020, 10:03 AM IST
- FB
- TW
- Linkdin
)
আগামী বছরে মেষ রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল হীরে।
Subscribe to get breaking news alerts
২০২১ সালে বৃষ রাশি পান্না ধারণ করলে শুভ ফল পাবে।
আগামী বছরে মিথুন রাশির জন্য উপযুক্ত রত্ন হল মুক্তো।
২০২১ সালে কর্কট রাশি চুনী ধারণ করলে শুভ ফল লাভ করবে।
আগামী বছরে সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল গোমেদ।
২০২১ সালে কন্যা রাশি মুক্তো ধারণ করলে শুভ ফল লাভ করবে।
আগামী বছরে তুলা রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল ওপ্যাল বা গিরিব্রজ রত্ন।
২০২১ সালে বৃশ্চিক রাশি পোখরাজ ধারণ করলে শুভ ফল লাভ করবে।
আগামী বছরে ধনু রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল ফিরোজা রত্ন।
২০২১ সালে মকর রাশি তামড়ি ধারণ করলে শুভ ফল লাভ করবে।
আগামী বছরে কুম্ভ রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল ফিরোজা রত্ন।
২০২১ সালে মীন রাশি পদ্ম নীলা রত্ন ধারণ করলে শুভ ফল লাভ করবে।