সংক্ষিপ্ত

  • যারা মরতে চায় তাদের বাঁচাতে পারব না
  • এদিন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী বললেন
  • তাঁর কথায়, সিএএ-বিরোধী বিক্ষোভে পুলিশ গুলি চালায়নি
  • কেউ পুলিশের গুলিতে মারা যায়নি

আবারও বিস্ফোরক যোগী আদিত্য়নাথ উত্তরপ্রদেশে সিএএ-বিরোধী প্রতিবাদে পুলিশের গুলিতে যে কেউই মারা যায়নি, এদিন আবার সে কথার পুনরাবৃত্তি করলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী রাজ্য়ের সরকারি ভাষ্য়কেই জোর দিয়ে তিনি বললেন, দাঙ্গাবাজরা মারা গিয়েছে দাঙ্গাবাজদের গুলিতে পুলিশ গুলি চালায়নি

প্রসঙ্গত, সিএএ-বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছিল উত্তরপ্রদেশ বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছিলেন বিক্ষোভকারীদের অভিযোগ, সিএএ-বিরোধী আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতেই মৃত্য়ু হয়েছিল বিক্ষোভকারীদের বিভিন্ন ছবিতে পুলিশকে বন্দুক উঁচিয়ে থাকতেও দেখা গিয়েছে কেউ কেউ আবার বিক্ষোভকারীদের গুলি করে মারার কথাও বলেছিলেন প্রকাশ্য়ে

উত্তরপ্রদেশ পুলিশ যে সিএএ-বিরোধী বিক্ষোভকারীদের প্রতি কঠোর মনোভাব প্রকাশ করেছিলেন, তা নিয়ে সত্য়িই কোনও সন্দেহ নেই বাড়ি বাড়ি ঢুকে বিক্ষোভকারীদের মারার অভিযোগও  উঠেছিল পুলিশের বিরুদ্ধে বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছিল পুলিশ প্রাক্তন আইপিএস অফিসার দারাপুরীও গ্রেফতারির হাত থেকে রেহাই পাননি যাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে উত্তরপ্রদেশ পুলিশের হাতে প্রিয়াঙ্কা গান্ধিকে পর্যন্ত হেনস্থা হতে হয়েছিল বলে অভিযোগ

পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠলেও পুলিশ তা অস্বীকার করেছে এদিন যোগী সেই পুলিশি ভাষ্য়কেই আবার মান্য়তা দিলেন তার কথায়, কেউ যদি মরতে চায় তো তাকে বাঁচানো সম্ভব হয় না