সংক্ষিপ্ত

ফের ছত্তিশগড়ে মাও হামলা

যৌথ বাহিনীর উপর হামলা চালালো মাও জঙ্গীরা

এই সংঘর্ষে শহিদ হয়েছেন ৫ জওয়ান

নিহত এক মহিলা-সহ দুই মাও জঙ্গিও

শনিবার, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে শহিদ হলেন পাঁচ জওয়ান। নিহত, কমপক্ষে দুজন মাওবাদী জঙ্গিও। নিহত জওয়ানদের মধ্যে তিনজন সিআরপিএফ-এর এবং দুজন জেলা রিজার্ভ গার্ড বা ডিআরজি-র সদস্য। সূত্রের খবর, তারেম এলাকায় সিলবার বনে, সিআরপিএফ এবং ডিআরজির যৌথ দলটিকে লক্ষ্য করে প্রথম গুলি চালিয়েছিল মাওবাীরাই। তারপরই দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়েছিল।

দীর্ঘক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। গোলাগুলি শেষ হওয়ার পর দেখা যায়, দুই মাও জঙ্গি এই সংঘর্ষে খতম হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা। এই ঘটনা ঘটার মাত্র কয়েক ঘন্টা আগেই ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলার ধানোড়া এলাকায় প্রায় ১১ টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল মাওবাদীরা।

এই সপ্তাহের শুরুতেই ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল মাওবাদীরা। ওই ঘটনায় তিনজন মাও জঙ্গিকে গ্রেফতার করেছিল। সুরক্ষা বাহিনীকে খতম করতে আইইডি ব্যবহার করেছিল তারা। গত মার্চ মাসে ছত্তিশগড়ের বিজাপুর জেলাতেই জেলা পঞ্চায়েতের এক সদস্যকে হত্যা করেছিল তারা।