বিহারের ভোট জুড়ে উঠেছে নতুন রব   'ভোটে জিতলে ভ্যাকসিন ফ্রি', বলেছে বিজেপি   ভ্যাকসিন দেশের সকল মানুষের মৌলিক অধিকার  কী বলছে বিহারের মানুষ, বেরোল সমীক্ষার রিপোর্ট 


বিহারের ভোট জুড়ে উঠেছে নতুন রব। 'ভোটে জিতলে করোনা ভ্যাকসিন বিজেপি-র তরফে পাওয়া যাবে একেবারেই বিনামূল্যে '। আর এটা নিয়ে বিহারের মানুষের দৃষ্টি ভঙ্গি জানতে চালানো হয়েচে একটি সমীক্ষা। এদিকে করোনা ভ্যাকসিন দেশের সকল মানুষের মৌলিক অধিকার। সেই ভ্যাকসিন ভোট দিলেই মিলবে, এমন প্রতিশ্রুতি ঘিরেও উঠেছে প্রশ্ন। 

হারিয়েছে কাজ-হারিয়েছে প্রাণ

একটি সমীক্ষার রিপোর্ট বলছে, ৫৫ শতাংশ শুনেছিলেন বিজেপি-র এই 'ভোটে জিতলে করোনা ভ্যাকসিন ফ্রি'-র কথা। এবং অপরদিকে ৬৬ শতাংশ বিহারবাসী এই প্রতিশ্রুতিতে উপযুক্ত বলে মনে করেছেন। এখানেই তৈরি হয়েছে দ্বন্ধ। যেখানে দেশের প্রতিটি রাজ্য়ের মানুষ করোনায় জেরবার। হারিয়েছে কাজ-হারিয়েছে প্রাণ। সেখানে করোনা ভ্যাকসিন দেশের সকল মানুষের মৌলিক অধিকার। আর সেই ভ্যাকসিন ভোট দিলেই তবেই মিলবে, এমন প্রতিশ্রুতি ঘিরেও উঠেছে প্রশ্ন। 

১ ঘন্টার মধ্যেই উঠে এসেছে যাবতীয় রিপোর্ট

ভারতের অন্যতম প্রযুক্তিগত বড় গ্রুপ 'প্রশ্নম', বিহারের ২০০০ মানুষকে এই দুটি প্রস্ন রেখেছে। ২৩ অক্টোবার ১ ঘন্টার মধ্যেই উঠে এসেছে যাবতীয় রিপোর্ট। এই ২০০০ মানুষের মধ্যে নিজেদের মতামত জানিয়েছে, ৪৫ ভাগ মহিলা এবং ৫৫ ভাগ পুরুষ।