সংক্ষিপ্ত

অদ্ভূত ঘটনা ঘটল বিহারে

সচরাচর এমনটা দেখা যায় না

বজ্রপাতে একদিনেই মৃত্যু হল ৮৩ জনের

প্রায় সব জেলা থেকেই মৃত্যুর খবর এসেছে

 

বৃহস্পতিবার অদ্ভূত ঘটনা ঘটল বিহারে। এমনটা সচরাচর দেখা যায় না। প্রকৃতির রোষে একদিনেই মৃত্যু হল ৮৩ জন মানুষের বলে জানিয়েছে বিহার সরকার। করোনা মহামারির সময়ে অনেকের মনে হতে পারে, একসঙ্গে এত মৃত্য়ু বোধহয় কোভিড-এই হল। কিন্তু, না। একদিনে এত মানুষের মৃত্যু হল বজ্রপাতে।  

ঠিক কীভাবে এতগুলি মৃত্যুর ঘটনা ঘটেছে সে সম্পর্কে তাত্ক্ষণিক কোনও বিবরণ পাওয়া যায়নি। তবে, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে অধিকাংশ মানুষই মাঠে কাজ করার সময় বজ্রাহত হন। এভাবেই বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রথমে মৃত্যুর সংখ্যা কিছুটা কম জানানো হলেও বৃহস্পতিবার সন্ধ্যায়, বিহার সরকার জানিয়েছে বজ্রপাতে রাজ্যে একদিনে ৮৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে আশ্চর্যের হল কমবেশি বিহারের প্রায় সব জেলা থেকেই এদিন বজ্রপাতের কারণে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে গোপালগঞ্জ জেলা থেকে।

দেখে নেওয়া যাক জেলা ভিত্তিক মৃতের সংখ্যা -

গোপালগঞ্জ: ১৩
পূর্ব চম্পারন: ৫
সিওয়ান: ৬
দ্বারভাঙ্গা: ৫
বাকা: ৫
ভাগলপুর:৬
খাগারিয়া: ৩
মধুবনী: ৮
পশ্চিম চম্পারন: ২
সমস্তিপুর: ১
শেওহর: ১
কিশানগঞ্জ: ২
শরণ: ১
জাহানাবাদ: ২
সীতামারী:১
যামুই: ২
নওয়াদা: ৮
পূর্ণিয়া: ২
সুপৌল: ২
আওরঙ্গাবাদ: ৩
বক্সার: ২
মাধেপুরা: ১
কাইমুর: ২