সংক্ষিপ্ত
- কলকাতার ছায়া বেঙ্গালুরুতে
- ফুটপাথে উঠে এসে পথচারীদের ধাক্কা গাড়ি
- দুর্ঘটনায় আহত হন সাতজন
- মদ্যপ চালককে গ্রেফতার করেছে পুলিশ
কলকাতার শেক্সপিয়ার সরণীর গাড়ি দুর্ঘটনার আতঙ্কই যেন ফিরল বেঙ্গালুরুতে। ফুটপাথে উঠে সাত পথচারীকে পিষে দিল একটি গাড়ি। সংবাদসংস্থার খবর অনুযায়ী, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বেলা তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে শহরের এইচএসআর লেআউট এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তীব্র গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ফুটপাথে উঠে আসছে। তখন সেখানে একটি খাবারের দোকানের সামনে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে ছিলেন। অনেকে ফুটপাথ দিয়ে হেঁটেও যাচ্ছিলেন। আচমকাই তাঁদের ঘাড়ের উপরে এসে পড়ে সাদা এসইউভি-টি। কিছু বুঝে ওঠার আগেই সাতজনকে ধাক্কা মারে গাড়িটি। যদিও, শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় কেউই আহত হননি।
সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যান অভিযুক্ত চালক। পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছে পুলিশ।