সংক্ষিপ্ত
বুধবার সকালে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে এই রায় দেওয়া হয়েছে। এই রায়ের পরেই সোশ্যাল মিডিয়ায় বিজয়ের উচ্ছ্বাস দেখা গেছে গৌতম আদানির সাম্প্রতিক পোস্টে।
৩ জানুয়ারি, ২০২৪-এ আদানি গ্রুপ কোম্পানিগুলির বিরুদ্ধে অ্যাকাউন্টিং জালিয়াতি এবং স্টক ম্যানিপুলেশনের অভিযোগের তদন্ত চেয়ে একগুচ্ছ পিটিশনের উপর রায় দিল সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের জানুয়ারি মাসে মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের একটি গবেষণা প্রতিবেদনে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল গৌতম আদানির (Gautam Adani) সংস্থার বিরুদ্ধে।
গত ২৪ নভেম্বর সংরক্ষণ করে রাখা এই মামলার রায় ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) ।
এই বিষয়ে সর্বোচ্চ আদালত কোনও তৃতীয় পক্ষের রিপোর্টের উপর নির্ভরতা খারিজ করে বলেছে যে, নিয়ন্ত্রক শাসনে প্রবেশ করা যাবে না এবং হিন্ডেনবার্গের রিপোর্ট ‘বা এরকম কিছু’ আলাদা করে তদন্তের ভিত্তি হতে পারে না।
আবেদনকারীদের মূল দাবিগুলি প্রত্যাখ্যান করেছে শীর্ষ আদালত। তবে, এই বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) -র ওপরে ভরসা রেখে এই সংস্থাকেই আইন অনুযায়ী তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি।
বুধবার সকালে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে এই রায় দেওয়া হয়েছে। এই রায়ের পরেই সোশ্যাল মিডিয়ায় বিজয়ের উচ্ছ্বাস দেখা গেছে গৌতম আদানির সাম্প্রতিক পোস্টে।
নিজের এক্স অ্যাকাউন্ট থেকে আদানি গ্রুপের চেয়ারম্যান লিখেছেন, ‘মাননীয় সুপ্রিম কোর্টের রায় এটাই দেখায় যে, সত্যের জয় হয়েছে। সত্যমেব জয়তে । যাঁরা আমাদের পাশে থেকেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। ভারতের প্রবৃদ্ধির গল্পে আমাদের বিনত অবদান চলতে থাকবে। জয় হিন্দ।’